দেশ বিভাগে ফিরে যান

কোটি কোটি টাকা দিয়ে বিধায়ক সাংসদদের নিয়ে ঘোড়া কেনাবেচা করছে দল, সরব প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী

March 2, 2021 | < 1 min read

বিজেপির বিধায়ক কেনা বেঁচার রাজনীতির বিরুদ্ধে সরব হলেন সেই দলেরই বর্ষীয়ান নেতা এবং হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্ত কুমার (Shanta Kumar)।

‘নিজ পথের অবিচল পথিক’ নামে মঙ্গলবার মুক্তি পাওয়া আত্মজীবনীতে তিনি লেখেন, ‘আমার ভাবতে লজ্জা লাগে যে আমার দল বিধায়ক কেনা বেঁচার মতো জঘন্য কাজের সাথে যুক্ত। একসময় এই দলের আদর্শের জন্যে মানুষ এই দলকে পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দল বানিয়েছিল। কিন্তু এখনো এরা ক্ষমতা লোভী হয়ে গেছে।’

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর উক্তি উচ্চারণ করে তিনি বলেন, ‘ছল কপটের সাহায্য নিয়ে সরকার বদলানো যায়। দেশ না। আমরা তো সমাজ বদলাতে রাজনীতিতে এসেছিলাম।’

তিনি আরো লেখেন, ‘বিজেপি (BJP) আদর্শচ্যুত হয়ে পড়েছে।’

কালো টাকার ব্যবহার রুখতে প্রধানমন্ত্রী কেন কোন আইন আনছেন না আত্মজীবনীতে সেই বিষয়েও প্রশ্ন করেন তিনি।

বিজেপিতে পাশ্চাত্য রাজনীতির প্রভাব পড়েছে বলে আত্মজীবনী মুক্তির দিনে দুঃখও প্রকাশ করেন শান্ত কুমার।

বিরোধীরা বিজেপির বিরুদ্ধে বার বার যে কোটি কোটি টাকা দিয়ে বিধায়ক কেনার অভিযোগ করছেন, তা আরো একবার প্রমাণিত হয়ে গেল। দাবিতে সিলমোহর দিলেন তাদেরই দলের বর্ষীয়ান নেতা।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Shanta Kumar

আরো দেখুন