রাজ্য বিভাগে ফিরে যান

দাঙ্গা বাঁধানোর পরিকল্পনায় এবিভিপি

March 4, 2021 | < 1 min read

দেশে একই সাথে পাঁচ রাজ্যে ভোট হচ্ছে। কিন্তু গোটা দেশের নজরই যেন বাংলার দিকে। বাংলার ভোটই এখন আলোচনার বিষয়। জাতীয় সংবাদ মাধ্যমগুলিও এই রাজ্যের ভোটকেই পাখির চোখ করে সম্প্রচার করছে। বিজেপিও (BJP) এই ভোটে ‘ডু ওর ডাই’ পন্থা নিয়েছে। কেন্দ্রীয় নেতাদের রোজ আসা থেকে, পরিবর্তন যাত্রা কিছুই বাদ দিচ্ছে না তারা। ভোটের প্রচার চলছে জোরকদমে।

বিরোধীরাও বিজেপিকে দাঙ্গাবাজের পার্টি বলে বিরুদ্ধ প্রচার চালাচ্ছে। বিরোধীদের এই দাবিই এবার সত্যিই প্রমাণিত হতে দেখা গেল। বিজেপির ছাত্র সংগঠনকে বাংলায় দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করতে দেখা গেল।

সম্প্রতি একটি হোয়াটসআপ গ্ৰুপের স্ক্রিনশট পাওয়া গেছে, যেখানে পরিকল্পনা করা হচ্ছে কি করে দাঙ্গা বাঁধানো যায়। মুসলিম এলাকায় বিতর্কিত ফ্লেক্স লাগিয়েই হোক বা মন্দিরে গরুর মাংস ফেলেই হোক, দাঙ্গা লাগানোই এই আলোচনার মূল বিষয়। প্রসঙ্গত, হোয়াটসআপ গ্ৰুপটি এবিভিপির (ABVP)।

বার বার যে বাংলাকে গুজরাট বানানোর দাবি করছে বিজেপি তাহলে তাদের ইঙ্গিত কি গুজরাটের মতো বাংলাতেও দাঙ্গার রাজনীতি আনার! এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে সর্বত্র।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #BJP West Bengal, #abvp

আরো দেখুন