রাজ্য বিভাগে ফিরে যান

জেনে নিন কেন কালীঘাটের ছোট্ট এই ঘরে প্রার্থী তালিকা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

March 5, 2021 | < 1 min read

শুক্রবার বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃতীয়বার সরকার গড়তে মরিয়া তৃণমূল (Trinamool)।

আজ সবাইকে অবাক করে কালীঘাটের (Kalighat) একটি ১০×১০- এর ছোট্ট ঘরে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেন মমতা। ঘরটি এতোটাই ছোট যে সেখানে এঁটে উঠতেই প্রায় ১০-১৫ মিনিট লাগে সাংবাদিকদের।

কিন্তু কেন এই ছোট্ট ঘরে সাংবাদিক বৈঠক? কারণ ওই ঘরটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে পয়া। রাজনীতিবিদদের এইসব সংস্কার নতুন নয়। রাজনীতিতে নিজের ভাগ্যকে উজ্জ্বল রাখতে অনেকেই অনেক রকম আচার করেন। মমতাও তার বাইরে নন। শুক্রবার দিনটিও তাঁর জন্যে খুব পয়া। তাই এই দিনেই প্রার্থী তালিকা ঘোষণা করেন তিনি।

২০১১ এবং ২০১৬ সালে কালীঘাটের এই ঘর থেকেই তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন। ব্যাপক ভোটে জয়ও লাভ করেন। কিন্তু ২০১৯- এর লোকসভা ভোটের সময় এক বিশাল ঘরে সাংবাদিক বৈঠক করে প্রার্থী ঘোষণা করেন। ফল তখন আশানুরূপ হয়নি। তাই এবার আর কোন ঝুঁকি নিতে রাজী নন দলনেত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly Election 2021, #Trinamool Congress, #Mamata Banerjee

আরো দেখুন