শিলিগুড়িতে মমতার মহামিছিলে জনজোয়ার
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ, রবিবার দুপুরে শিলিগুড়িতে ‘সিলিন্ডার মিছিল’ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির কোপ পড়েছে মধ্য-নিম্নবিত্তের হেঁসেলে। সেই হেঁসেলের ভার যাঁদের কাঁধে, বাংলার সেই মা-বোনেরা মূল্যবৃদ্ধির জেরে দুর্ভোগের সম্মুখীন। দাম বৃদ্ধিতে জেরবার সেই মা-বোনদের সঙ্গে নিয়েই আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে দার্জিলিং মোড় থেকে হিলকার্ট রোড ধরে হাসমিচক (ভেনাস মোড়) পর্যন্ত মিছিল করলেন মমতা। মিছিলে প্রতীকী গ্যাস সিলিন্ডার বহন করেন তিনি।
রাজনৈতিক মহলের বক্তব্য, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পরই সাধারণ মানুষের ইস্যু নিয়ে মিছিল। উত্তরবঙ্গে জোরদার প্রচারপর্বের সূচনায় এটাই হতে চলেছে তৃণমূল (Trinamool) সুপ্রিমোর ব্রহ্মাস্ত্র। মমতার সাথে ছিলেন সাংসদ নুসরত জাহান, মিমি চক্রবর্তী, রাজ্যের স্বাস্থ্যদপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ কাকলি ঘোষদস্তিদার, দোলা সেন এবং অন্যান্য নেতৃবৃন্দ।
আজ সকালেও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে টুইট করেন মমতা: