← দেশ বিভাগে ফিরে যান
শিয়রে ভোট, সংসদের বাজেট অধিবেশন মুলতুবির আবেদন তৃণমূলের
রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। হয়ে গেছে নির্ঘণ্ট ঘোষণা। পশ্চিমবঙ্গের(West Bengal) পাশাপাশি ভোট হবে তামিলনাড়ু, অসম, পুদুচেরি এবং কেরলে। এরই মধ্যে আজ থেকে শুরু হয়ে গেছে সংসদের বাজেট অধিবেশনের(Budget Session) দ্বিতীয় ভাগ। তাই, নির্বাচনের কথা মাথায় রেখে বাজেট অধিবেশন মুলতুবির আবেদন জানালো তৃণমূল(TMC)।
নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন নেতারা। তাই, তারা সংসদের বাজেট অধিবেশনে অংশগ্রহণ করতে পারবেন না। সেই কারণেই লোকসভা এবং রাজ্যসভার অধ্যক্ষকে যথাক্রমে চিঠি লিখে মুলতুবির আবেদন জানালেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ ব্রায়েন।
চিঠিতে ভোট পর্যন্ত অধিবেশন স্থগিত রাখার আবেদন করেন শাসক দলের এই নেতারা। ২০০৮ এবং ২০১১ সালে নির্বাচনের কারণে সভার অধিবেশন স্থগিত রাখার দুটি উদাহরণও চিঠিতে তুলে ধরেন তাঁরা।