দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

শিল্পাঞ্চলে সায়নী কে নিয়ে ব্যাপক উৎসাহ তৃণমূলে

March 8, 2021 | 2 min read

প্রার্থী হিসাবে শিল্পাঞ্চলে এসেই ব্যাপক সাড়া পেলেন টলিউড(Tollywood) তারকা সায়নী ঘোষ (Saayoni Ghosh)।অভিনেত্রীকে নিয়ে যেমন সেলফি তোলার হিড়িক দেখা গেল তেমনি ছাত্র-যুব থেকে শুরু করে সর্বস্তরে তৃণমূল(TMC) কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা চোখে পড়েছে। প্রার্থী ঘোষনার দু’দিনের মাথায় রবিবারই নিজের বিধানসভা কেন্দ্রে এসে একাধিক মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করে দিলেন তৃণমূলের নবাগতা এই প্রার্থী। এর পাশাপাশি একাধিক দলীয় বৈঠকে অংশ নিলেন এবং জেলার শীর্ষ নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করে পরিস্থিতি বোঝার চেষ্টা চালালেন। টলিউডের খ্যাতনামা অভিনেত্রীকে কাছে পেয়ে খুশি সাধারণ মানুষও।


রবিবার জেলায় এসে সায়নী প্রথমযান তৃণমূল জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের বাড়ি। সকাল সাড়ে দশটা নাগাদ দুর্গাপুরের ভিড়িঙ্গিতে তার বাড়িতে গিয়ে তার কাছে আশীর্বাদ নেন অভিনেত্রী। অভিনেত্রীর আসার খবর চাউর হতেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা দলে দলে জেলা সভাপতির বাড়িতে হাজির হন। নিজেদের প্রজন্মের এক অভিনেত্রীকে প্রার্থী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূলের ব্রিগেড একের পর এক সেলফি তোলার আবদার মেটান অভিনেত্রী ।তিনি খেলা হবে আওয়াজ তুলতে উৎসাহে ফেটে পড়ে তৃণমূল ছাত্র-যুব নেতা-নেত্রীরা ।

জেলা সভাপতির কাছে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে তিনি রওনা দেন নিজের বিধানসভা কেন্দ্রের উদ্দেশে। জাতীয় সড়ক ধরে দুর্গাপুরথেকে আসানসোল যাওয়ার পথে জে কে নগর মোড় তখন তাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে শতাধিক বাইক। ওখানেও তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে অভিনেত্রীকে নিজের বিধানসভা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। জে কে নগর মোড় থেকে জে কে নগর বাজার পর্যন্ত বাইরে এসে জে কে নগর বাজারে কালীমন্দির ও শিব মন্দিরে পুজো দেন টলিউডের এই সাহসী অভিনেত্রী ।তাকে দেখতে উৎসাহ তুঙ্গে ওঠে এরপরই প্রার্থী জে কে নগর কোলিয়ারি অফিসে দলীয় কর্মীদের সঙ্গে প্রয়োজনীয় বৈঠক করেন সেখান থেকে বেরিয়ে বাজারে কর্মী-সমর্থকদের সঙ্গে পা মেলাতে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। তখনই বাচ্চা করে থাকা মায়ের সঙ্গে কথা বলে শিশুকে আদর করত দেখা যায় অভিনেত্রীকে একইভাবে বৃদ্ধার খবর নেন তিনি। জে কে নগরেসাড়া ফেলে  সায়নী ঘোষ যানবার্নপুর। সেখানে একটি সভায় কিছুক্ষণ কাটিয়ে মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে আলোচনা করে তিনি তৃণমূলের দলীয় কার্যালয়ে হাজির হন। সেখানে তাকে সাদর আমন্ত্রণ করেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় রাজ্য সম্পাদকভিশিবদাসন দাশু তাপসবাবুর আসনেই দাঁড়িয়েছেন সায়নী ঘোষ তাপস বাবু সাংবাদিক সম্মেলন করে সাহসের প্রশংসা করেন একইভাবে স্বাগত জানান তাপস বাবু যেভাবে মানুষের পাশে থেকেছেন তার সুবিধা পাবেন বলে সায়ানী দাবি করেন।


অন্যদিকে আবার পাণ্ডবেশ্বর সাক্ষী থাকলো তৃণমূলের মহামিছিলে প্রার্থী ঘোষণার পর এই প্রথম পাণ্ডবেশ্বর বুকে বড় কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস স্থানীয় লড়াকু নেতা নরেন চক্রবর্তীকেপ্রার্থী করে দল যে ভুল করেনি এদিনের কর্মী-সমর্থকদের উচ্ছাস এবং ভিড় তার প্রমাণ দিয়েছে। হিন্দু মুসলিম খৃষ্টান সর্ব ধর্মের মানুষের সমন্বয় বার্তা দিয়ে হয় মিছিল এর পাশাপাশি বাঙালি-অবাঙালি কোন ভেদাভেদ থাকবে না তৃণমূলের কাছে তাও জোর দেন তৃণমূল নেতাকর্মীরা। এদিন পাণ্ডবেশ্বর থেকে রনপা বাজনা সহযোগে বর্ণাঢ্য বিশাল মিছিল বিস্তীর্ণ এলাকা প্রদক্ষিণ করে মিছিলের এতটাই বড়ছিল যে স্তব্ধ হয়ে যায় পাণ্ডবেশ্বর এর জনজীবন। প্রার্থী নরেন চক্রবর্তী হুড খোলা জিপ থেকেই বলেন,আমি তার ব্যাপারে ১০০শতাংশআশাবাদী।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Election 2021, #Saayoni Ghosh, #asansol, #tmc

আরো দেখুন