কম দূষিত রাজ্যের তালিকায় প্রথম সারিতে পশ্চিমবঙ্গ
দেশের মধ্যে কম দূষিত রাজ্যগুলির একটি পশ্চিমবঙ্গ (West Bengal)। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্টে বলা হয়েছে, রাজ্যের একটি মাত্র এলাকা দূষিত। পশ্চিমবঙ্গের মতোই গোয়া ও উত্তরাখণ্ডেও একটি এলাকা দূষিত হিসেবে চিহ্নিত হয়েছে। সবচেয়ে ভালো অবস্থা অন্ধ্রপ্রদেশের। ওই রাজ্যে দূষিত এলাকা খুঁজে পাওয়া যায়নি। দেশের সবথেকে দূষিত রাজ্য ও কেন্দ্রেশাসিত অঞ্চলগুলির মধ্যে একটি হল রাজধানী দিল্লি। তার স্থান তিন নম্বরে। এই তালিকায় শীর্ষে রয়েছে ওড়িশা। দ্বিতীয় উত্তরপ্রদেশ।পর্ষদের তরফে জানানো হয়েছে, রাজধানীর মধ্যে ১১টি এলাকায় দূষণের মাত্রা সবথেকে বেশি। তারমধ্যে গাজিপুর, ঝিলমিল, ওয়াজিরপুর, নিউ ফ্রেন্ডস কলোনি, দিলশাদ গার্ডেন সহ লরেন্স রোডের মতো শিল্পঞ্চলের দূষণ মাত্রা ছাড়িয়েছে।
কেন্দ্রীয় পরিবেশমন্ত্রক জানিয়েছে, মানুষের সৃষ্ট দূষণের পাশাপাশি শিল্পঞ্চলের পদার্থ এই দূষণের জন্য দায়ী। ফলে দূষণ (Pollution) কবলিত এলাকার পরিবেশ মানুষের স্বাস্থ্যের পক্ষে হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশের কোন রাজ্যে কতগুলি দূষিত এলাকা রয়েছে তা জানতে একটি সমীক্ষা চালিয়েছিল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি)। যার নাম ‘কনট্যামিনেটেড সাইট্স ইন ইন্ডিয়া’। সমীক্ষা চালানো হয়েছিল দেশের ২১টি রাজ্যে। এই তালিকার শীর্ষে থাকা ওড়িশায় মোট ২৩টি দূষিত এলাকা পাওয়া গিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা উত্তরপ্রদেশে ২১টি, দিল্লিতে ১১টি।