পশ্চিমবঙ্গ বোমার কারখানা! আরটিআইয়ে ফাঁস হল শাহী মিথ্যাচার
বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের (West Bengal) আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে বার বার সুর চড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ(Amit Shah) । গত বছর অক্টোবর মাসে একটি সংবাদমাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।
বাংলাকে অত্যন্ত জঘন্য আক্রমন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গে নাকি প্রতি জেলায় বোমা তৈরির কারখানা আছে। এখানেই না থেমে তিনি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির পক্ষেও সওয়াল করেন।
এরপরই জনৈক আরটিআই কর্মী সাকেত গোখলে টুইটে জানান, তিনি এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আরটিআই দাখিল করেছেন। তিনি জানতে চেয়েছেন অমিত শাহের দাবি সত্যি কিনা। সত্যি হলে জেলাওয়ারি তালিকা মন্ত্রকের কাছে আছে কিনা।
ওনার বক্তব্য ছিল, অমিত শাহ একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েও কি করে একটি রাজ্যের বিরূদ্ধে এতো বড় অভিযোগ করতে পারেন! এটা শুধুই কি রাজনৈতিক প্রোপাগান্ডা?
তারপর কেটে গেছে চার মাস। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কোন উত্তর আসেনি আরটিআই -এর। তারপর আইনি নোটিস দেওয়ায় উত্তর দিতে বাধ্য হয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেকথাই আজ টুইট করে জানান সাকেত।
সাকেত আরটিআই- তে চারটে তথ্য জানতে চেয়েছিলেন।
১। বোমা তৈরির কারখানার তালিকা।
২। এই তথ্য কি স্বরাষ্ট্র মন্ত্রকই অমিত শাহকে দিয়েছেন?
৩। এই দাবির কি কোন অফিসিয়াল রেকর্ড আছে?
৪। যদি তালিকা থেকে থাকে বোমা কারখানার তাহলে সেই তালিকা কি পশ্চিমবঙ্গ পুলিশকে দেওয়া হয়েছে?
স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর ‘না’। এবিষয়ে কোন তথ্য তাদের কাছে নেই। বোমা কারখানার তালিকা প্রকাশেও তারা অপারক।
কারণ আদতে এইরকম কোন কারখানার অস্তিত্বই নেই বাংলায়।
এরপরেই সাকেত প্রশ্ন তোলেন, ‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে দেশের সুরক্ষা সংক্রান্ত বিষয়ে মিথ্যে কথা বলছেন, সেখানে তাঁকে কি করে বিশ্বাস করা যায়!’
তিনি আরো বলেন, ‘এইসব শাসক দলের নেতারা মিথ্যে কথা বলে বার বার পার পেয়ে যান কারণ সংবাদ মাধ্যম তাঁদের দাবির স্বপক্ষে কখনোই কোন প্রমাণ চায় না।’