মনোনয়ন জমা দিয়েই রক্তদান করলেন তৃণমূল প্রার্থী
আন্তর্জাতিক নারী দিবসে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরই আপৎকালীন পরিস্থিতিতে এক মহিলাকে রক্ত দিয়ে নির্দশন সৃষ্টি করলেন রঘুনাথপুরের তৃণমূল (Trinamool) প্রার্থী হাজারি বাউরি। এদিন তিনি রঘুনাথপুর মহকুমা দপ্তরে মনোনয়ন পত্র দাখিল করার পরেই রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে ওই মহিলাকে রক্ত দেন। জানা গিয়েছে, রবিবার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের খাজুরা পঞ্চায়েত এলাকার হুকারডাঙ গ্রামের এক মহিলা হঠাৎ রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে দুই বোতল রক্ত জোগাড় করার জন্য পরিবারকে জানায়। ও-পজিটিভ রক্তের জোগান না থাকায় অসুস্থ পরিবারের তরফ থেকে হাজারিবাবুকে ফোন করা হয়।
অবশেষে রক্তের জোগাড় না হওয়ায় হাজারিবাবু নিজেই রক্ত দান করেন। প্রসঙ্গত, হাজারিবাবুর রক্তের গ্রুপও ও-পজিটিভ। হাজারিবাবু বলেন, বিরোধীরা একটা প্রচার করে নির্বাচন মানেই রক্ত ঝরানো, মারপিটের লড়াই। তৃণমূল দল রক্ত ঝরাতে নয়, রক্ত দিতে ভালোবাসে। তাই আন্তর্জাতিক নারী দিবসে এক মহিলার পাশে দাড়িয়েছি। একে গ্রীষ্মকাল, তায় ভোটের হাওয়া। তাই রক্তের জোগান কমেছে। আজ থেকে প্রতিদিন আমাদের দলের পাঁচ জন করে যুবক রক্তদান করবে। অন্যদিকে আন্তর্জাতিক নারী দিবসকে (International Women’s Day) সামনে রেখে কাশীপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে ব্লক এলাকার মহিলা পুলিস এবং নার্সদের সংবর্ধনা জানানো হয়। একটি করে মানপত্র এবং ফুলের তোড়া দিয়ে অভর্থনা জানানো হয়।