দ্রুত পরিবারের হাতে তুলে দিতে হবে দেহ, স্ট্র্যান্ড রোড থেকেই পিজি-তে মমতা

গতকাল ঘটনাস্থল খতিয়ে দেখার পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘কয়লাকাটা রেলের অনেক পুরনো ভবন। সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দমকল, পুলিশ এবং এক আরপিএফ কর্মী-সহ ৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু শোক কখনও টাকা দিয়ে পূরণ করা যায় না।

March 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে আগুনে ঝলসে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েই ছুটে গিয়েছিলেন তিনি। দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) সঙ্গে রাত বারো’টা পর্যন্ত ঘটনাস্থলেই ছিলেন। এরপর সেখানে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে চাকরির দেওয়ার ঘোষণা করেই সোজা এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, রাতের মধ্যেই মৃতদেহ ময়না তদন্ত করা হবে। যত দ্রুত সম্ভব দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

গতকাল ঘটনাস্থল খতিয়ে দেখার পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘কয়লাকাটা রেলের অনেক পুরনো ভবন। সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দমকল, পুলিশ এবং এক আরপিএফ কর্মী-সহ ৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু শোক কখনও টাকা দিয়ে পূরণ করা যায় না। তাও মৃতদের পরিবারের স্বার্থে তাদের হাতে ১০ লক্ষ টাকা করে তুলে দেওয়া হবে। রেলের জায়গা। তাই তাদের উপরেও দায়িত্ব বর্তায়, কিন্তু কেউ আগুন নেভাতে আসেনি। রেলের কাছে ম্যাপ চাওয়া হয়েছিল দমকল কর্মীদের তরফ থেকে, কিন্তু সেই ম্যাপ দেওয়া হয়নি।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen