দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

আজ মনোনয়ন পেশ করবেন মমতা

March 10, 2021 | < 1 min read

আজই মনোনয়ন পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি(Mamata Banerjee)। বুধবার দুপুর দু’‌টোর পর সেই শুভ মহরত। শুভ সময়। ২০২১ এর বিধানসভা নির্বাচনের জন্য বুধবার দুপুর দু’‌টোর পরে মমতা ব্যানার্জিকে নির্বাচনে মনোনয়নপত্র(Nomination) দাখিল করার পরামর্শ এল পুরীর (Puri) জগন্নাথ দেবের মন্দির(Jagannath Deb Mandir) থেকে।

মঙ্গলবার সকাল এগারোটার পরেই নন্দীগ্রামের(Nandigram) উদ্দেশে কালীঘাটের(Kalighat) বাড়ি থেকে বেরিয়ে পড়েন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার দিনভর নন্দীগ্রামে রাজনৈতিক কর্মসূচির পর সেখানেই রাত্রিবাস করেন মমতা। বুধবার হলদিয়ায় মনোনয়ন পর্ব সারবেন তিনি। কোভিড পরবর্তী পর্যায়ে নিউ নর্মালে এবার নির্বাচন। মনোনয়ন পর্বেও নানা বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন।

বুধবার মমতা ব্যানার্জির মনোনয়ন পর্ব শুভ করতে পুজো চলবে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। বুধবার দুপুর একটা থেকে দুপুর তিনটে পর্যন্ত পুরীর জগন্নাথ দেবের মন্দিরে অখন্ডদীপ পুজো চলবে। এই পুজো করলে সব গ্রহ খন্ডন হয়। শেষে জয় হয়। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পাশাপাশি মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে অধিষ্ঠিত জগন্নাথ দেবের বিগ্রহের সামনেও বুধবার দুপুর দুটো থেকে মহাদীপ জ্বালানো থাকবে। অর্থাৎ বুধবার সব অর্থেই রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ।

নিজের পরিচিত ভবানীপুর কেন্দ্র ছেড়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এবার মমতা। রাজ্য নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি নন্দীগ্রাম থেকে প্রার্থী করেছে হেভিওয়েট রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারীকে। সেই অর্থে রাজ্য রাজনীতির শিরোনামে এবার নন্দীগ্রাম।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #nomination, #West Bengal Election 2021

আরো দেখুন