রাজ্য বিভাগে ফিরে যান

নিজের নাম ভুলে গেলেও নন্দীগ্রামকে কখনো ভুলব না: মনোনয়ন জমা দিয়ে মমতা

March 10, 2021 | < 1 min read

ঘড়ির কাঁটায় তখন বেলা ঠিক ১টা ৪৮ মিনিট। হলদিয়ার এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নন্দীগ্রাম থেকেই এবার লড়ছেন তিনি।  

একুশের ভোটে বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রাম (Nandigram)। কারণ এই আসনই বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। গতকালই নন্দীগ্রামে কর্মিসভা ছিল মুখ্যমন্ত্রীর। এদিন একাধিক মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। রেয়াপাড়া শিবমন্দিরেও পুজো দিয়েছেন তৃণমূল (Trinamool) সুপ্রিমো। তারপর  মঞ্জুশ্রী মোড় থেকে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে এক কিলোমিটার পদযাত্রা করে মনোনয়ন জমা দিতে পৌঁছান এসডিও অফিসে। নির্ধারিত সময়ের আগেই সেখানে উপস্থিত হন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী।  মহকুমা শাসকের অফিসের বাইরে তখন রীতিমতো জনতার ঢল। উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। শোনা যায় ‘খেলা হবে’ স্লোগানও। 

মনোয়নপত্র জমা দিয়েই একটি ছোট সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘আজ আমি মনোনয়ন জমা দিলাম। আমার প্রস্তাবক চারজন। প্রস্তাবকের তালিকায় শহিদ পরিবারের মেয়েও রয়েছে। শেখ সুফিয়ান আমার নির্বাচনী এজেন্ট। আজ আমি নন্দীগ্রামে ফিরব, কাল কলকাতায় যাব। নিজের নাম ভুললেও নন্দীূগ্রাম ভুলব না। আশা করব নন্দীগ্রামের মানুষ খুশি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Nandigram, #Trinamool Congress

আরো দেখুন