মমতাকে নিয়ে গান গাইলেন কবীর সুমন

গানটি সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার সাথে সাথেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে। একে তো কবীর সুমনের গান, তাঁর ওপর তা দিদিকে নিয়ে, সব মিলিয়ে পুরোটা জমে ক্ষীর।

March 10, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিধানসভা নির্বাচন নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য সরগম৷ রাজনীতির পালাবদলের খেলায় এখন সব দলই ব্যস্ত৷ হঠাৎ করে বদলে যাচ্ছে সমস্ত সমীকরণ৷ এসবের মাঝেই নিশ্চুপে, নিভৃতে বাংলা ও মমতাকে নিয়ে গান বেঁধে তা গেয়েও ফেললেন কবীর সুমন৷ কিছুদিন আগেই জানিয়ে ছিলেন নতুন একটি রাগ তৈরি করছেন তিনি৷ সেই রাগের নাম ‘জয়বাংলা ভৈরব৷’ এবার গান লিখে, সেই গানে সুরও দিয়ে তা গেয়ে ফেললেন কবীর সুমন৷

আসন্ন বিধানসভা নির্বাচন ও তাঁর ফলাফলের স্পেকুলেশন এখন রাজ্যের সব কোণায়৷ ঠিক কোন রঙে রেঙে উঠবে বাংলার মসনদ, তা নিয়ে তর্ক চরমে৷ এই সরগরমের মাঝে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে এবং বাংলার প্রতি ভালোবাসা জানিয়েই এই গান বাঁধা বলে জানিয়েছেন কবীর সুমন৷

শুনুন জয় বাংলা জয় মমতা দিদিকে নিয়ে কবির সুমনের গান

গানের লাইনে উঠে এসেছে মমতা ও বাংলার কথা৷ গানের মধ্যে দিয়েই তিনি জানিয়ে দিয়েছেন বাংলায় তিনি ফের মমতাকেই দেখতে চান৷

গানের কথাগুলো হল, ‘বাংলা থাকুক বাংলায়, বাংলা থাকুক মমতায়, বাংলার চাই বাংলার মেয়ে, সহানুভূতিতে ক্ষমতায়৷’ গানে সরকারি প্রকল্পের কথাও নিয়ে এসেছেন কবীর সুমন৷

২০০৯ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন কবীর সুমন ৷ নির্বাচনে হারিয়ে ছিলেন বামফ্রন্টের সুজন চক্রবর্তীকে৷

তবে এবার বিধানসভা নির্বাচনের আগে নতুন গান বেঁধে তিনি জানিয়ে দিলেন তিনি বাংলাতেই আছেন এবং মমতাতেই আছেন৷

গানটি সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার সাথে সাথেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে। একে তো কবীর সুমনের গান, তাঁর ওপর তা দিদিকে নিয়ে, সব মিলিয়ে পুরোটা জমে ক্ষীর। ভোটের আগে দলের কর্মীদের মধ্যে এই গান যে উৎসাহের সঞ্চার করবে, তা নিয়ে নিশ্চিত রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen