মমতার চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড

রাত ৮টা ৪৫ নাগাদ হাসপাতালে পৌঁছয় মুখ্যমন্ত্রীর কনভয়। উডবার্ন ওয়ার্ডে ১২ নম্বর কেবিনে তাঁকে ভর্তি করা হয়েছে।

March 10, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নন্দীগ্রাম (Nandigram) থেকে মনোয়ন পেশ করার পর ফেরার পথে দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী। তাড়াহুড়ো করে গ্রীন করিডোর করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। রাত ৮টা ৪৫ নাগাদ হাসপাতালে পৌঁছয় মুখ্যমন্ত্রীর কনভয়। উডবার্ন ওয়ার্ডে ১২ নম্বর কেবিনে তাঁকে ভর্তি করা হয়েছে।

গাড়ি থেকে স্ট্রেচারে করে তাঁকে নামানো হয়। এসএসকেএম’এ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, অন্যান্য তৃণমূলের নেতৃত্ববৃন্দ। মুখ্যমন্ত্রী হাসপাতালে পৌছাতেই অসংখ্য কর্মী সমর্থক ভাজপার বিরুদ্ধে হয় হয় স্লোগান তুলতে থাকে।

হাসপাতাল সূত্রে খবর, শুধু পায়ে বা কোমরে নয় সম্ভবত মাথাতেও গভীর চোট লেগেছে। সেই কারণে বমি পাচ্ছে। সেখানেই তৈরি হয়েছে ৫ সদস্যের মেডিকেল বোর্ড। সেখানেই তাঁর চিকিৎসা হবে।

হাসপাতাল সূত্রে খবর, মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) পায়ে ও কোমড়ে চোট পেয়েছেন। এসএসকেএম হাসপাতালে তাঁর জন্য তৈরী ৫ সদস্যের মেডিকেল বোর্ডে রয়েছেন, সার্জারি, অর্থোপেডিক, এন্ডোক্রিনোলজি, মেডিসিন ও কার্ডিওলজি বিভাগীয় প্রধানরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen