রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫

April 7, 2020 | < 1 min read

রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। ওই রোগে আক্রান্ত হয়েছেন ৬৯ জন। বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের বৈঠকে ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত রয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

 মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,

• রাজ্যে করোনা আক্রান্ত ৬৯

• করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের

• বুধবার থেকে কলকাতায় কিছু ফুলবাজার খুলবে

• কোনও দল রেশনের সামগ্রী দিতে পারবে না

• সরকারি জিনিস রেশন থেকেই মিলবে

• রাজ্যে কিষাণ মান্ডি চালু থাকবে

• কেউ অযথা ভিড় করবেন না

• কেউ পকেট ভরাক চাই না

• পরিযায়ী শ্রমিকদের যেন নিরাপত্তা দেওয়া হয়

• তামিলনাড়ু থেকে বেরিয়ে আসা এ রাজ্য়ের  ৪৯ জন শ্রমিক নিরাপদে আছে

• বাইরে থেকে এলে কোয়রান্টিনে রাখা হবে

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন

• এখন আতঙ্কিত হলে হবে না

• বাজারে মাস্ক পরা বাধ্যতামূলক  হোক

• বাজারে প্রবেশের সময় স্যানিটাইজেশনের ব্যবস্থা হোক

• অন্তত সাবান-জলের ব্যবস্থা করা হোক

• কিছু ছোট ছোট জিনিস খেয়াল করলে অনেক দূর এগনো যাবে

TwitterFacebookWhatsAppEmailShare

#CoronaAlert, #West Bengal, #Mamata Banerjee

আরো দেখুন