আক্রান্ত মমতা – আজ কমিশনে তৃণমূল

এই ঘটনার প্রতিবাদে আজ নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধিদল।

March 11, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নন্দীগ্রামের(Nandigram) রানিচকে একটি মন্দিরে হরিনাম সংকীর্তনে অংশ নিয়ে বেরনোর সময় দুষ্কৃতীদের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর বাঁ পায়ের সঙ্গে মাথা এবং কপালেও চোট লেগেছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ভিড়ের মধ্যে তাঁকে চার-পাঁচ জন ধাক্কা দেয়। ষড়ষন্ত্রেরও অভিযোগ তুলেছেন তিনি।

পড়ে গিয়ে পা ফুলে গিয়েছে বলেও জানান মমতা। তিনি বলেন, ‘‘দেখো কিতনা ফুল গয়া।’’ পড়ে যাওয়ার পর মমতা আর হাঁটতে পারছিলেন না। তাঁকে পাঁজাকোলা করে গাড়িতে তোলা হয়। একটি দোকান থেকে বরফ নিয়ে দেওয়া হয় তাঁর বাঁ পায়ে। জড়িয়ে দেওয়া হয় কাপড়। মমতার দাবি, তাঁর বাঁ পা ফুলে গিয়েছে। কপাল ও মাথায় চোট লেগেছে। জ্বর জ্বর ভাবও রয়েছে মুখ্যমন্ত্রীর। এমনকি তাঁর বুকে ব্যথা হচ্ছে বলেও জানিয়েছেন মমতা।

এই ঘটনার প্রতিবাদে আজ নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের একটি প্রতিনিধিদল। এই দলের নেতৃত্ব দেবেন ডেরেক ও’ব্রায়েন(Derek OBrien) এবং পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণের পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্তর দাবিতে কমিশনে(Election Commission) যাচ্ছে তৃণমূল(TMC)। উল্লেখ্য, দুদিন আগেই রাজ্যের ডিজি বদল করেছে কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen