দেশ বিভাগে ফিরে যান

আক্রান্ত মমতা – কমিশনে নালিশ জানাতে দিল্লিতে তৃণমূল

March 12, 2021 | 2 min read

নির্বাচন কমিশনের(Election Commission Of India) বিরুদ্ধে নালিশ করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল(TMC)। আজ দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে তৃণমূলের প্রতিনিধিদল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ওপর হামলা – নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে দিল্লি(Delhi) রওনা হল তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন(Derek O Brien), সৌগত রায়(Saugata Roy), কাকলি ঘোষ দস্তিদার(Kakali Ghosh Dastidar), প্রতিমা মণ্ডল(Pratima Mondal), শতাব্দী রায়(Shatabdi Roy) এবং শান্তনু সেন(Dr Santanu Sen)।

পাশাপাশি, কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কাল রাজ্যজুড়ে কালো পতাকা নিয়ে মৌন মিছিল করবে শাসক দল।

গত বুধবার মনোনয়ন দাখিল করতে নন্দীগ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেদিনই সন্ধ্যায় ঘটে যায় বিপত্তি। রানিচকে হরিনাম সঙ্কীর্তনের অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল নেত্রী। সেখান থেকে ফেরার সময়, বিরুলিয়া বাজারে চোট পান তিনি। তাঁর অভিযোগ তাঁকে ধাক্কা দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্দেশে ডিজিপির দায়িত্ব থেকে সরানো হয় বীরেন্দ্রকে। তাঁকে পাঠানো হয় রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের নিরাপত্তা ও নজরদারি সংক্রান্ত পরামর্শদাতা পদে। তার আগে এডিজি আইনশৃঙ্খলা পদেও রদবদল করেছিল নির্বাচন কমিশন। এডিজি আইনশৃঙ্খলা তথা বিধানসভা ভোটের নোডাল অফিসার জাভেদ শামিমকে পাঠানো হয় ডিজি দমকল পদে। তাঁর জায়গায় এডিজি আইনশৃঙ্খলা করা হয় জগমোহনকে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলেন করে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কমিশনের একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ পোষণ করেন। তাঁর দাবি, রাজ্যের দুই শীর্ষ পুলিশকর্তাকে কমিশন বদল করার পরই মুখ্যমন্ত্রীর ওপর ‘পূর্ব পরিকল্পিত আঘাত’ হল। পার্থ বলেন, ‘কমিশন দায়িত্ব নিয়েই এডিজি আইনশৃঙ্খলা ও ডিজিকে বদল করেছে।’ তাঁর প্রশ্ন, ‘কেন কমিশন নিরাপত্তা দিতে ব্যর্থ হল?’

এই নিয়ে আজ কমিশনে অভিযোগ জানানো হবে বলেও জানিয়ে দেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #tmc, #Election Commission of India

আরো দেখুন