শিশুদের দিয়ে প্রচার, বিপত্তিতে বিজেপি
বিষয়টি রাজ্য শিশু সুরক্ষা কমিশনের নজরেও এসেছে।
March 12, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

খেজুরিতে(Khejuri) প্রার্থীকে নিয়ে ভোট প্রচারে শিশুদের ব্যবহার করায় শোকজের সিদ্ধান্ত নিল রাজ্য শিশুসুরক্ষা কমিশন(Child Safety Commission)।
বৃহস্পতিবার খেজুরি-২ ব্লক এলাকায় বিজেপির(BJP) জেলা সম্পাদক পবিত্র দাসের নেতৃত্বে একটি মিছিল হয়। মিছিলের সামনের সারিতে শিশুদের রাখা হয়েছিল। শিশুদের দিয়েই স্লোগান দেওয়ানো হয়। ওই ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি রাজ্য শিশু সুরক্ষা কমিশনের নজরেও এসেছে।
কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। শুক্রবার নির্বাচন কমিশনের নজরে বিষয়টি আনব। বিজেপির খেজুরির প্রার্থীকে শোকজ করা হবে।