প্রাথী নিয়ে বর্ধমান বিজেপির দ্বন্দ্বে পড়ছে অশ্লীল পোস্টারও
লোকসভায় জিতে যাওয়া আসন, তবে সাংসদের বিরুদ্ধে এলাকায় না থাকার অভিযোগ রয়েছে খোদ দলেই। জেলা দফতরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতিও হয়েছে। সবমিলে তথৈবচ অবস্থায় বিজেপির বর্ধমান কার্যতর্কারা। বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) এখনও বিজেপি পূর্ব বর্ধমান জেলায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি।
প্রার্থী কে হবেন? এই প্রশ্নে সরগরম হাওয়া, কিন্তু তারই আগে বর্ধমান শহরে একাধিক বিজেপি নেতার নামে ফের কুরুচিকর পোষ্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল। এই ঘটনার পিছনে বিজেপির আদি-নব্যের মধ্যে দ্বন্দ্ব নাকি? প্রশ্ন উঠছে।
এই পোস্টার বিজেপিরই (BJP) কোনও নেতার ইন্ধনে বারবার এই ধরণের কুরুচিকর পোষ্টার দেওয়া হচ্ছে বলেই অভিযোগ। এ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে শহর জুড়ে।
ইতিমধ্যেই জেলায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress), সংযুক্ত মোর্চা এবং এস ইউ সি আই সি-র প্রার্থী তালিকা ঘোষিত হয়ে গেছে। তাদের প্রার্থীরা প্রচার করছেন। এর পরেও কমবেশি সকলেরই চোখ এখন গেরুয়া শিবিরের প্রার্থী তালিকার দিকেই।
বর্ধমান শহরের কোর্ট কম্পাউণ্ড এলাকায় স্বচ্ছ ভাবমূর্তির বিজেপি প্রার্থী চাই – এই পোষ্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। এই পোষ্টারে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার বিভিন্ন পদাধিকারী তথা বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হতে পারেন এই রকম নেতা নেত্রীদের ছবি দিয়ে তাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে তারা যাতে প্রার্থী হতে না পারেন সেই আবেদনই জানানো হয়েছে।
যদিও বিজেপির অভিযোগ, নির্বাচনে হার নিশ্চিত জেনেই তৃণমূলের পক্ষ থেকে এই ধরণের কুরুচিকর পন্থার আশ্রয় নেওয়া হয়েছে। তাতে বিজেপির স্বচ্ছ ভাবমূর্তিতে কেনো প্রভাব পড়বে না। যদিও তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি বর্ধমান সাংগঠনিক জেলায় বিজেপির আদি ও নব্যের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে গোষ্ঠী দ্বন্দ্ব। তারই ফল এটা।
পূর্ব বর্ধমান জেলায় বিজেপি প্রার্থী কারা হতে পারেন তা নিয়ে জোর চর্চাও শুরু হয়ে গেছে। অসমর্থিত সূত্রে জানা গেছে, বর্ধমান দক্ষিন কেন্দ্রে শোনা যাচ্ছে ডাঃ সোমরাজ ব্যানার্জী অথবা সন্দীপ নন্দীর নাম। মেমারিতে সুনীল গুপ্ত অথবা মৌমিতা মিশ্র বিশ্বাস। জামালপুর কেন্দ্রে শোনা যাচ্ছে পরেশ চন্দ্র দাস অথবা তপন বাছারের নাম। গলসী কেন্দ্রে ডাঃ সৌমিত্র মণ্ডল অথবা নির্মল কর্মকার। খণ্ডঘোষ কেন্দ্রে প্রফেসর ভক্ত মণ্ডল এর নাম শোনা যাচ্ছে। রায়না কেন্দ্রে সন্তোষ রায় অথবা তপন রায়। ভাতার কেন্দ্রে প্রবাল রায় অথবা অঞ্জন মুখার্জি । বর্ধমান উত্তর কেন্দ্রে ডাঃ সৌমিত্র মণ্ডল অথবা প্রবাল রায়ের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে ডা. সৌমিত্র মণ্ডল সাংসদ সুনীল মণ্ডলের ছেলেকে দাঁড় কারানোর চেষ্টা চলছে। সেক্ষেত্রে বর্ধমান উত্তর কেন্দ্রে কিংবা গলসী কেন্দ্র থেকেও তাঁকে নামানোর জন্য প্রবল চাপ রয়েছে।