রাজ্য বিভাগে ফিরে যান

শালীনতার মাত্রা ছাড়ালেন সব্যসাচী, সুজিত বোসকে নিয়ে নোংরা মন্তব্য

March 13, 2021 | < 1 min read

আবার শালীনতার মাত্রা ছাড়াল বিজেপি (BJP)। এর আগেও বহুবার নিজেদের ভাষা সংযত না করার জন্যে সমালোচিত হয়েছিলেন বিজেপির রাজ্য নেতারা। কিন্তু তাতে যে তাঁদের কোন শিক্ষাই হয়নি তা আরো একবার প্রমাণ করলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত।

সম্প্রতি কাউন্সিলর নির্মল দত্ত (Nirmal Dutta) আবেগে বিধাননগরের বর্তমান মেয়র সুজিত বোসকে নিজের বাবা বলে সম্মোধন করেন। আর তাতেই কটাক্ষ করে সব্যসাচী বলেন, ‘আমি সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। আমার বাবার নাম স্বর্গীয় গৌরীশঙ্কর দত্ত। কিন্তু নির্মল দত্ত সুজিত বোসকে নিজের বাবা বলে দাবি করেন।’ এর পরেই সুজিত বোসের সাথে সাথে কাউন্সিলরের মায়ের সম্পর্ক টেনে নোংরা ইঙ্গিত করেন বিধায়ক।

বিজেপির চরিত্র হননের রাজনীতি এই প্রথম না। কিন্তু কাউন্সিলরের মাকে এই নোংরামির মধ্যে টেনে এনে সব্যসাচী সমস্ত মাত্রা ছাড়িয়েছেন বলে মত তৃণমূলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Sabyasachi Dutta, #Nirmal Dutta

আরো দেখুন