কলকাতা বিভাগে ফিরে যান

তৃণমূল প্রার্থীর সমর্থনে চীনা হরফেই দেওয়াল লিখনে ছয়লাপ চায়না টাউন

March 13, 2021 | < 1 min read

উনিশের লোকসভা ভোটের সময় সাড়া ফেলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশ্যে মান্দারিন ভাষায় লেখা সেখানের এক দেওয়াল লিখন। গোটা গোটা করে দেওয়ালে লেখা হয়েছিল— ‘ম আই লি’। বাংলায় যার অর্থ ‘আমরা তোমাকে ভালবাসি।’ সেইসঙ্গে চিনা হরফেই লেখা হয়েছিল – ‘মুখ্যমন্ত্রী জিন্দাবাদ।’ এবারও একইভাবেই তৃণমূলের (Trinamool) সমর্থনে কলকাতায় দেওয়াল লিখলেন কলকাতার চীনে পাড়ার (China Town) বাসিন্দারা। তাঁদের আবেদন ‘তও নি দে পেও’, অর্থাৎ ‘ভোট দিন’।

প্রসঙ্গত, ঐতিহ্যবাহী চীনা খাবারের জন্য বরাবরই নামডাক রয়েছে পূর্ব কলকাতার (Kolkata) বাইপাসের অদূরে অবস্থিত চায়না টাউনের। বৃহস্পতিবার সেই চায়না টাউনেই দেওয়াল লিখনের মাধ্যমে ভোটপ্রচারে নামলেন বাসিন্দারা। সঙ্গে কসবার তৃণমূল প্রার্থী জাভেদ আহমেদ খান। এ প্রসঙ্গে চায়না টাউনের বাসিন্দা জোসেফ চ্যান বলেন, ‘আমরা যে রাজনীতি সচেতন তা সবাই জানেন। ভোটের সময় এই দেওয়াল লিখন তারই অঙ্গ।’ তাঁর স্পষ্ট স্বীকারোক্তি, ‘আমরা এই সরকারে বিশ্বাস রাখি। ভরসা রাখি।’

TwitterFacebookWhatsAppEmailShare

#China Town, #Trinamool Congress

আরো দেখুন