ভাঙ্গন চলছেই, এবার তৃণমূলে যোগ ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি-র সহসভাপতির

গত কয়েক মাস ধরেই পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের বিভিন্ন জেলায় সাংগঠনিক স্তরে বিজেপির রক্তক্ষয় অব্যাহত।

March 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই বিভিন্ন জেলায় ভাঙ্গছে বিজেপির সংগঠন। এবার তৃণমূলে যোগ দিলেন ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি-র সহসভাপতি দেবাশিস চট্টোপাধ্যায় (Debashis Chatterjee)। আজ সকালে নাকতলায় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে কয়েকশো সমর্থক নিয়ে আসেন দেবাশীষ। সেখানেই তিনি তৃণমূলে যোগদান করেন।

পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, ‘‘উনি দলের কাছে আবেদন জানিয়েছিলেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনেই তিনি এবং তাঁর সঙ্গে যাঁরা এসেছেন, সেই শতাধিক বিজেপি কর্মী তাঁরা তৃণমূলে যোগদান করলেন। তাঁরা যাতে দলে ভালভাবে কাজ করতে পারেন, তা নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেছি।’’

পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের (Trinamool) পতাকা তুলে নিয়ে দেবাশিস বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের মিথ্যে প্রতিশ্রুতি ও বিজেপি-র বাংলার বিরোধী মনোভাবের কারণেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। আমাদের লক্ষ হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসাতে সর্বশক্তি প্রয়োগ করা।’’

গত কয়েক মাস ধরেই পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের বিভিন্ন জেলায় সাংগঠনিক স্তরে বিজেপির রক্তক্ষয় অব্যাহত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen