রাজ্য বিভাগে ফিরে যান

উলুধ্বনি দিয়ে সায়ন্তিকাকে বরণ করলেন গ্রামের মহিলারা

March 14, 2021 | 2 min read

সায়ন্তিকা গ্রামে ঢুকতেই উলুধ্বনি ও ফুল ছড়িয়ে বরণ করে নিলেন মহিলারা। শনিবার বিকেলে বাঁকুড়া-১ ব্লকের তিলাবেদিয়া গ্রামে প্রচারে গিয়ে এমনই ঘটনার সাক্ষী থাকলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। এদিন বিকেলে তিনি কলকাতা থেকে এসেই দলের কর্মীদের নিয়ে বৈঠকের পাশাপাশি বাঁকুড়া-১ ব্লকের কয়েকটি গ্রামে প্রচার সারেন।

বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক থেকে প্রায় এক কিমি ভিতরে অবস্থিত তিলাবেদিয়া গ্রাম। এদিন সেখানে বিকেল ৪টে নাগাদ প্রার্থীর আসার কথা ছিল। তাই গ্রামের মুখেই বাসিন্দারা দাঁড়িয়ে ছিলেন। তাঁদের কারও হাতে ছিল শঙ্খ, কেউ ফুল দিয়ে বরণ করার জন্য অপেক্ষা করছিলেন। মাইকে অনবরত বাজছিল ‘খেলা হবে’ স্লোগান। বিকেল ৫টা নাগাদ তৃণমূল প্রার্থী হুডখোলা জিপে চেপে গ্রামে আসেন। লালমাটির রাস্তা ধরে সায়ন্তিকার জিপ পৌঁছতেই মহিলারা শঙ্খধ্বনি দিতে থাকেন। তারসঙ্গে ফুল ছড়িয়েও অভিবাদন জানান। সায়ন্তিকাও বাসিন্দানের আবদার মেনে যেমন হাত মেলান, তেমনই সেলফিও তোলেন।

সায়ন্তিকা গত বুধবার বাঁকুড়া (Bankura) বিধানসভা কেন্দ্রে তৃণমূল (Trinamool) প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। শুক্রবার তিনি এক্তেশ্বরে শিবরাত্রির পুজো দিয়ে কলকাতায় ফিরে যান। বাঁকুড়া শহরের পর শনিবারই তিনি প্রথম গ্রামে ভোট প্রচার করলেন। এদিন গ্রামে তাঁকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা যায়। সায়ন্তিকার হুড খোলা জিপ গ্রামের ভিতরে যত এগিয়ে গিয়েছে, ততই পাল্লা দিয়ে বেড়েছে ভিড়। নানা বয়সের মানুষ এদিন সায়ন্তিকার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তিলাবেদিয়া গ্রামে এক শিশুকে কোলে নিয়ে আদর করতেও দেখা যায়।

তৃণমূল সূত্রে খবর, সায়ন্তিকা এদিন তিলাবেদিয়ার পাশাপাশি পুরন্দরপুর ও অর্জুনপুর গ্রামেও প্রচার করেন। জিপ থেকে বাসিন্দাদের ইশারা করে জোড়াফুলে ভোট দেওয়ার আহ্বান জানান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সায়ন্তিকা বলেন, বড় দায়িত্ব নিয়েছি, তাই মানুষের কাছে যেতেই হবে। তাঁদের জন্য কাজ করতে হবে। এদিন প্রচুর মানুষের ভালোবাসা পেয়ে ভালো লাগছে। সবার বাড়িতেই যাব। এখানকার মানুষ খুব সরল মনের। খোলামেলা পরিবেশে মানুষের সঙ্গে থাকতে পেরে আমি খুবই আনন্দিত।

এদিন বাঁকুড়া শহরে সংযুক্ত মোর্চার প্রার্থী কংগ্রেসের (Congress) রাধারানি বন্দ্যোপাধ্যায়ও প্রচার সারেন। বড়জোড়ার সিপিএম প্রার্থী সুজিত চক্রবর্তীর সমর্থনে গদারডিহি গ্রামে একটি সভার আয়োজন করা হয়। সেখানে ছিলেন সিপিএম নেতা অমিয় পাত্র সহ অন্যান্যরা। এছাড়া তালডাংরার সিমলাপালে মদনমোহনপুর এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। ছাতনায় বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায় বাসুলি মন্দিরে পুজো দিয়ে দুবরাজপুর মোড় থেকে বারবাকড়া পর্যন্ত তিনি প্রচার সারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bankura, #Trinamool Congress, #Sayantika banerjee

আরো দেখুন