প্রচারে গিয়ে দলবদলুদের কটাক্ষ কাঞ্চনের
দশ বছর ধরে ক্ষমতা ভোগ করে, মধু খেয়ে এখন কেউ কেউ বলছেন যে দমবন্ধ হয়ে আসছে। কাজ করতে পারছেন না। তাই উড়ে গিয়ে অন্য দলে নাম লিখিয়েছেন। তাঁদের জবাব দিতেই আমি দিদির পাশে এসে দাঁড়িয়েছি। এই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) আমাদের প্রার্থী। উত্তরপাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক, বিজেপিতে যোগ দেওয়া প্রবীর ঘোষালের (Prabir Ghoshal) নাম না করে এভাবেই কটাক্ষ ছুঁড়ে দিলেন এবার ওই বিধানসভার তৃণমূল প্রার্থী তথা অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। শনিবার তিনি উত্তরপাড়ায় প্রচার করার সময় এই মন্তব্য করেন। তিনি এদিন আরও বলেন, আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী।
কোনও তারকা বা নেতা নই। অভিনেতা-অভিনেত্রীদের মহলে খোঁজ নিলেই আপনারা এসব জানতে পারবেন। রাজ্যের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জেতাতে সবাইকে এক হয়ে লড়াইয়ে নামার আবেদন করেন তিনি। এদিকে, এদিনই কাঞ্চন মল্লিকের সমর্থনে বলাকা মাঠে এক সভায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিশন নরেন্দ্র মোদি এবং অমিত শাহের নির্দেশ মতো কাজ করছে বলেই এত দফায় এ রাজ্যে নির্বাচন হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এবার নিয়ে তৃতীয়বারের জন্য সপ্তগ্রাম বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়েছেন তপন দাশগুপ্ত। তিনি এদিন বাঁশবেড়িয়া পুরসভার ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করেন।