ভাঙা পায়েই জেতা হবে, গান্ধী মূর্তির পাদদেশ থেকে দাবি অভিষেকের
রবিবার, ১৪ মার্চ সেই নন্দীগ্রাম দিবসেই(Nandigram Dibas) হুইল চেয়ারে(Wheel Chair) বসে ফের প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রবিবার মেয়ো রোডে(Mayo Road) গান্ধী মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত মিছিল শুরু হয়েছে তৃণমূলের। মেয়ো রোডের সভায় মিছিলের সূচনা করেন দলনেত্রী। এসএসকেএম হাসপাতাল থেকে ফেরার পর রবিবার প্রথমবার প্রচারের ময়দানে তৃণমূল নেত্রী।
তৃণমূলনেত্রী আসার আগে পর্যন্ত বক্তব্য রাখছিলেন সাংসদ ও তৃনমুল যুব কংগ্রেসের সভাপতি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজ থেকে নির্বাচনের জন্য রাজনৈতিক লড়াইয়ের শুভ সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম-বিজেপিকে এক ইঞ্চি জমা ছাড়া হবে না, বহিরাগতদের বশ্যতা স্বীকার করা হবে না, বলেন তিনি।
অভিষেক বলেন, দলনেত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, এই ঘটনার ধিক্কার জানাই। বহিরাগতদের বাংলায় কোনও জায়গা নেই বলে তিন তোপ দাগেন। অভিষেক দাবি করেন, ভাঙা পায়েই জেতা হবে, নবান্ন দখল হবে, তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।