ভাঙা পায়েই খেলা হবে: মমতা

মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন হুইলচেয়ারে বসা মমতাই। রাস্তার ধারে ছিল মানুষের ঢল। আজ সত্যিই এক বিরল দৃশ্যের সাক্ষী হল কলকাতা।

March 14, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নন্দীগ্রামে আক্রান্ত হওয়ার পর রবিবার প্রথমবার প্রচারের ময়দানে তৃণমূল নেত্রী। পৌনে দু’টো নাগাদ কালীঘাটের বাড়ি থেকে মেয়ো রোডে পৌঁছন মমতা। সেখানে গাড়ি থেকে নেমে নীল-সাদা হুইল চেয়ারে বসেই রওনা দেন গাঁধী মূর্তির উদ্দেশে।

এর কিছুক্ষণ পরেই শুরু হয় জোড়াফুল শিবিরের মিছিল। প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে ওই মিছিল। মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন হুইলচেয়ারে বসা মমতাই। রাস্তার ধারে ছিল মানুষের ঢল। আজ সত্যিই এক বিরল দৃশ্যের সাক্ষী হল কলকাতা।

হাজরায় পদযাত্রা শেষ হলে মমতা বলেন, “আমি হুইলচেয়ারে, ভাঙা পায়েই সারা বাংলা ঘুরে বেড়াবো। খেলা হবে। মনে রাখবেন, নিহত বাঘের চেয়ে আহত বাঘ অনেক বেশি ভয়ঙ্কর।”

মমতা বলেন তার শারীরিক যন্ত্রণা এখনও কমেনি, কিন্তু গণতন্ত্রের যন্ত্রণা অনেক বড়। স্বৈরাচারীদের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব আমাদের অনেক বেশি। শুভ শক্তির যেন উদয় হয়।

বাম আমলে তাঁর ওপর যে প্রাণঘাতী হামলা হয়েছিল, সেই কথা স্মরণ করিয়ে মমতা বলেন, এই হাজরায় আমায় অনেকবার প্রাণে মারার চেষ্টা হয়েছে। তাই আজকের এই মিছিল আমি হাজরায় শেষ করলাম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen