দলবদলু এবং সাংসদদের প্রাধান্য বিজেপির তালিকায়, হতাশ কর্মীরা
টানা বেশ কয়েক দিনের আলোচনা। দফায় দফায় বৈঠক। দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা। কিন্তু এত কিছুর পরও তৃতীয় এবং চতুর্থ দফার সব আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারল না বিজেপি (BJP)।
শুরুতে শোনা যাচ্ছিল, আজ তৃতীয় এবং চতুর্থ দফার তো বটেই, আরও কয়েকটি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে গেরুয়া শিবির। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, তৃতীয় এবং চতুর্থ দফার সম্পূর্ণ তালিকাই ঘোষণা করতে পারল না তাঁরা। সব মিলিয়ে এদিন ঘোষণা করা হল মাত্র ৬৩ টি আসনের তালিকা। অর্থাৎ এখনও অবধি ১২২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।
তবে তালিকা ছোট হলেও তাতে চমকের কোনও অভাব নেই গেরুয়া শিবিরের তালিকায়। লক্ষ্যণীয়ভাবে বিজেপি এবার বিধানসভার (West Bengal Elections 2021) লড়াইয়ে বেশ কয়েকজন বর্তমান সাংসদকে আসরে নামাচ্ছে। টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রার্থী হচ্ছেন হুগলির সাংসদ তথা রাজ্য বিজেপির অন্যতম বড় নাম লকেট চট্টোপাধ্যায়। তিনি ভোটে দাঁড়াচ্ছেন নিজেরই লোকসভা কেন্দ্রের অন্তর্গত চুঁচুড়া কেন্দ্রে। প্রার্থী হচ্ছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকও। তিনি দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ণ গুহর বিরুদ্ধে লড়বেন। প্রার্থী হচ্ছেন আরেক সাংসদ স্বপন দাশগুপ্ত। তিনি লড়বেন তারকেশ্বর থেকে।
বিজেপির প্রার্থী তালিকায় একাধিক প্রাক্তন তৃণমূল নেতাও জায়গা পেয়েছেন। যাদের মধ্যে সবচেয়ে বড় নাম রাজীব বন্দ্যোপাধ্যায়ের। হাওড়ার ডোমজুড় থেকেই প্রতিদ্বিন্দ্বিতা করবেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী। আরেক তৃণমূল ত্যাগী তথা প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সিঙ্গুর থেকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির। এই কেন্দ্রে টিকিট না পেয়েই তৃণমূল থেকে বিজেপিতে যান সিঙ্গুরের মাস্টারমশাই। একইভাবে নিজেদের কেন্দ্রে টিকিট পেয়েছেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার এবং হুগলির উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।
অনেকেই প্রশ্ন তুলছেন, যে দল রাজ্যে হোমটায় আসতে চাইছে, তারা কেন এখনও ২৯৪ আসনে প্রার্থী দিতে পারলেন না? তৃণমূলের দলবদল এবং সাংসদদের ভরসায় নির্বাচনী বৈতরণী পার হতে চায় বিজেপি? কেউ কেউ প্রশ্ন করছেন, বিজেপির যে নীতি আছে, ৭৫ বপচরের উর্দ্ধে কাউকে টিকিট দেওয়া হবে না, সেটা মাস্টারমশায়ের ক্ষেত্রে প্রযোজ্য হল না কেন? রাজনৈতিক মহলের প্রশ্ন, সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই কি তারকাদের ভরসা বিজেপির?