রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপিতে অস্বস্তি, প্রার্থী হতে নারাজ রন্তিদেব, মাস্টারমশাই এর বিরুদ্ধে সিঙ্গুরে বিক্ষোভ

March 14, 2021 | < 1 min read

হাওড়া দক্ষিণ কেন্দ্রের প্রার্থী হিসাবে আজ সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তর নাম ঘোষণা করে বিজেপি। তারপরই গেরুয়া শিবিরের বিড়ম্বনা শুরু। প্রার্থী হতে চান না বলে বেঁকে বসেছেন স্বয়ং রন্তিদেব সেনগুপ্ত (Rantidev Sengupta)। প্রার্থী হতে রাজি নন বলে দলকেও তিনি জানাবেন বলে দাবি করেছেন রন্তিদেব সেনগুপ্ত।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই রন্তিদেব সেনগুপ্ত জানিয়েছেন, ‘আমাকে না জিজ্ঞেস করেই নাম ঘোষণা করা হয়েছে। ভোটে লড়তে চাই না, দলের হয়ে প্রচার করতে চাই।’

রন্তিদেব সেনগুপ্ত আরও জানিয়েছেন, ‘আমি নির্বাচনে লড়ব না। শুধু দক্ষিণ হাওড়া নয়, কোনও কেন্দ্র থেকেই ভোটে লড়ব না। আমি শুধু প্রচারে সময় দিতে চাই। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। দলের কাছে আমার আবেদন, দক্ষিণ হাওড়ায় ভাল প্রার্থী দেওয়া হোক।’

আসন পছন্দ না হওয়াতেই কী প্রার্থী হতে চাইছেন না রন্তিদেববাবু? যদিও বিজেপি (BJP) প্রার্থীর দাবি, আসন নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু জল্পনা থেকেই যাচ্ছে।

এছাড়াও দলের অস্বস্তি আরো খানিকটা বাড়িয়ে দেন বিজেপিরই পুরনো সদস্যরা। সিঙ্গুরের প্রার্থী হিসেবে মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করছেন তাঁরা। মাত্র ৬দিন আগে তৃণমূল থেকে বিজেপিতে আসা মাস্টারমশাইকে কিছুতেই দলের প্রার্থী হিসেবে মানতে নারাজ দলের পুরনো সদস্যরা।

মাস্টারমশায়ের সঙ্গে দেখা করতে গেছিলেন বিজেপির পর্যবেক্ষক দলের সদস্য ও মধ্যপ্রদেশের স্বাস্থমন্ত্রী প্রভুরাম চৌধুরী। জানা গেছে, বিজেপির বিক্ষুব্দ কর্মীরা তাকে আটকে রেখেছেন রবীন্দ্রনাথ বাবুর বাড়িতেই। বেরোতে পারছেন না তিনি।

সব মিলিয়ে আজ তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিড়ম্বনায় বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #West Bengal Assembly Elections 2021

আরো দেখুন