উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

কালচিনিতে বিশাল লামাকে প্রার্থী মানতে নারাজ বিজেপি কর্মীরা

March 15, 2021 | 2 min read

কালচিনিতে বিজেপির প্রার্থী হয়েছেন সদ্য গোর্খা জনমুক্তি মোর্চা থেকে বিজেপিতে যোগ দেওয়া বিশাল লামা। দলের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিজেপি শিবিরে অসন্তোষ দানা বাঁধছে। কালচিনিতে ৮ নম্বর মণ্ডলের কার্যালয়ে দলের কিছু সমর্থক দলীয় সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন। খোদ দলের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মাও দলের জেলা অফিসে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দিয়েছেন। দলে ক্ষোভ বিক্ষোভ শুরু হলেও বিশাল লামাকে কালচিনি আসনে প্রার্থী করে বিজেপির শীর্ষ নেতৃত্ব মোক্ষম চাল চেলেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অনেকের মতে, কালচিনিতে যুযুধান তৃণমূল-বিজেপির খেলা জমবে। দুই প্রার্থীর মধ্যে শেষ হাসি কে হাসবে তা সময় বলবে। কিন্তু বিজেপি কালচিনির মতো তপশিলি উপজাতি আসনে তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দান তৈরি করল বিশাল লামাকে প্রার্থী করে, একথা অনেকেই স্বীকার করেছেন।

দুদিন আগে বিশাল শিলিগুড়িতে গিয়ে মোর্চা ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছেন। বিশালকে প্রার্থী করা হবে এমনটা দলের অন্দরে অপ্রত্যাশিত ছিল‌। এর আগে কালচিনি ব্লকের বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা পড়ে। ওই তালিকায় দলের দীর্ঘদিনের কর্মী ও দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক বীরেন্দ্র বরা ওরাওঁ ছাড়াও কালচিনির বিধায়ক উইলসন চম্প্রমারি ও জেলা সম্পাদক অসীম পাখরিনের নাম রাখা হয়। যদিও অনেকটা নাটকীয়ভাবে বিশাল বিজেপিতে আসার পর টিকিটের আশায় থাকা নেতারা বিষয়টি কিছুটা আঁচ করতে পেরেছিলেন। সূত্রের খবর, এরকম কিছু হতে পারে আঁচ করে উইলসন চম্প্রমারি শনিবার কলকাতায় যান।

এদিকে, এদিন বিশাল লামার নাম ঘোষণার পর কিছু বিজেপি সমর্থক কালচিনিতে দলীয় কার্যালয় বন্ধ করে দেন। তাঁদের অভিযোগ, যাঁরা দীর্ঘদিন ধরে নানা ঘাত প্রতিঘাত সহ্য করে দল করছেন তাঁদের দল বঞ্চিত করেছে। জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সাংবাদিক সম্মেলনে বলেন, ‘বিশাল দুদিন আগে দলে এসেছেন। তাঁকে প্রার্থী করার বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা ও পরামর্শ করেনি।’ বিজেপির ৯ নম্বর মণ্ডলের সহ সভাপতি রতন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কালচিনি ব্লকে যাঁরা মাটি কামড়ে পড়েছিলেন তাঁদের মধ্যে কাউকে প্রার্থী করা উচিত ছিল।’

কালচিনির (kalchini) ভাটপাড়া চা বাগানের বাসিন্দা বিশাল লামা দীর্ঘদিন মোর্চার পূর্ব ডুয়ার্স কমিটির সম্পাদক ছিলেন। ব্লকের রাজনৈতিক মহল মনে করছে, বিশালকে প্রার্থী করে বিজেপি আসলে গোর্খা জনজাতির ভোট পাশাং লামার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে। বিজেপি প্রার্থী বিশাল লামা বলেন, ‘আমি নিজেও জানতাম না দল আমাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি এজন্য দলের শীর্ষ নেতাদের কৃতজ্ঞতা জানিয়েছেন।

এদিকে, এখবর লেখা পর্যন্ত ব্লকের বিভিন্ন এলাকায় বিজেপি (BJP) সমর্থকরা বিশাল লামাকে প্রার্থী করার প্রতিবাদে সরব হয়েছেন। সন্ধ্যা থেকেই বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার জয়গাঁর ভুলন টার্নিং এলাকার বাড়িতে বিক্ষোভ দেখাচ্ছেন দলীয় সমর্থকরা। সমর্থকরা প্রকাশ্যেই বলছেন, বিজেপির কালচিনির প্রার্থীকে তাঁরা কিছুতেই জিততে দেবেন না। যদিও গঙ্গাপ্রসাদ শর্মা ফোন না তোলায় এবিষয়ে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kalchini, #bjp, #alipurduar

আরো দেখুন