লকডাউনের মধ্যে ভিডিও কলেই বিয়ে সারলেন পাঞ্জাবি দম্পতি
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে সবই। তাই অনেকেই বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন। তবে মার্চেন্ট নেভির অভিসার প্রীত সিং এবং তাঁর প্রেমিকা নীত কউরের গল্পটা একটু অন্য। লকডাউনের সময়ে অনলাইনে ভিডিও কলে বিয়ে সেরে নিয়েছেন এই দু’জন। দিল্লি এবং মুম্বইয়ের পাত্র-পাত্রী বিয়ে করেছেন জুম কলের মাধ্যমে।
সম্পর্কের এক বছরের মাথাতেই ঠিক হয়ে যায় প্রীত এবং নীতের বিয়ের তারিখ। সবকিছুই ঠিকঠাক চলছিল। মাঝে বাদ সাধল করোনাভাইরাস। দুই পরিবারের সকলেই ধরে নিয়েছিলেন বিয়ে পিছোতে হবে। তবে অভিনব আইডিয়া বের করেন বর এবং কনে। দু’জনেই বলেন নির্ধারিত দিনেই হবে বিয়ে। কিন্তু কী ভাবে! আজকাল অনলাইনে সবকিছুই যখন হয় তখন বিয়েও হোক—এমনই প্রস্তাবই দিয়েছিলেন এই দম্পতি।
পাঞ্জাবি বিয়ের রীতি মেনে গুরুদ্বারে যাওয়া হয়নি। নাচ-গান-পার্টি-সঙ্গে মেহেন্দি, জাঁকজমক হয়নি কোনও কিছুতেই। খালি লকডাউনের আগে নিজের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানে কিছু নিয়ম-রীতি পালন করেছিলেন নীত এবং তাঁর পরিবারের হাতেগোনা কয়েকজন সদস্য। ব্যাস ওইটুকুই।
পাঞ্জাবি বিয়ে মানে যে ‘বিগ ফ্যাট ওয়েডিং’-এর ধারণা রয়েছে তার ঝলকও মেলেনি এই বিয়ের অনুষ্ঠানে। দুই পরিবারের আত্মীয়রাও আসেননি বিয়েতে। কেবল বাড়িতে যাঁরা হোম কোয়ারেন্টাইনে ছিলেন তাঁরাই সামিল হয়েছিলেন অনুষ্ঠানে। বাহারি জামাকাপড়-ফোনে গান চালিয়ে নাচ-আর সামান্য আনন্দ, সোশ্যাল ডিসট্যান্স বজায় রেখেই সবটা করেছে দুই পরিবার। আর প্রীত এবং নীত ভিডিও কলের মাধ্যমেই একে অন্যের বাড়ির আনন্দে যোগ দিয়েছে।
তবে মিঞা-বিবি বলেছেন পরিস্থিতি স্বাভাবিক হলে একদম রীতিনীতি, আচার-অনুষ্ঠান মেনেই ফের একবার বিয়ে করবেন তাঁরা।