ক্যাম্পেন সং-এও ‘বহিরাগত’ বিজেপিকে বিঁধল তৃণমূল

তৃণমূলের এই ভোটযুদ্ধের স্লোগান প্রকাশ করা হয় ২০ ফেব্রুয়ারি। তার পর থেকে দেখা গিয়েছে, এই স্লোগান রাজ্যজুড়ে ছড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। ফ্লেক্স, হোর্ডিং, ব্যানার প্রভৃতি নানা মাধ্যমে সর্বত্র এই স্লোগানকে তুলে ধরা হয়েছে।

March 16, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

প্রথম দফা যত এগিয়ে আসছে, বাংলার ভোট তত আকর্ষণীয় হয়ে উঠছে। ভোটের দেওয়াল বলছে, মূল লড়াই এবার তৃণমূল বনাম বিজেপির (BJP)। ভোটযুদ্ধে তৃণমূল স্লোগানও বেঁধে দিয়েছে। রাজ্যজুড়ে তৃণমূল আওয়াজ তুলেছে, ‘বাংলা নিজের মেয়েকেই চায়।’ (Bangla Nijer Meyekei Chay) এই স্লোগানকে সামনে রেখে প্রচারমূলক গান তৈরি করল রাজ্যের শাসক দল।

২০১১, ২০১৬ সালের পর এবার ২০২১। জিতলে হ্যাটট্রিক করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। শেষ দু’টি বিধানসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতায় রাজ্যের ক্ষমতায় এসেছে তৃণমূল (Trinamool)। এবারও তৃণমূল বিপুল সংখ্যক আসনে জিতে বাংলার ক্ষমতায় আসতে চলেছে বলে দাবি করেছে রাজ্যের শাসক দলের নেতৃত্ব। দিল্লি থেকে বিজেপি নেতারা বাংলায় এসে ২০০ আসন জয়ের টার্গেট নিয়েছেন। ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিয়েছেন। আর সেখানেই একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল স্লোগান তুলেছে, ‘বাংলা নিজের মেয়েকেই চায়।’

তৃণমূলের এই ভোটযুদ্ধের স্লোগান প্রকাশ করা হয় ২০ ফেব্রুয়ারি। তার পর থেকে দেখা গিয়েছে, এই স্লোগান রাজ্যজুড়ে ছড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। ফ্লেক্স, হোর্ডিং, ব্যানার প্রভৃতি নানা মাধ্যমে সর্বত্র এই স্লোগানকে তুলে ধরা হয়েছে। এমনকী, সোশ্যাল মিডিয়াতেও তৃণমূল ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে। যেখানে তৃণমূল নেতৃত্বের একটাই বক্তব্য, কোনও বহিরাগতের হাতে বাংলার শাসনভার তুলে দেবে না বাংলার মানুষ। কারণ বাংলা নিজের মেয়েকেই চায়।

তৃণমূল ভোটযুদ্ধের স্লোগান নিয়ে তৈরি করেছে প্রচারমূলক গান। সোমবার যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। কেন ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ তার ব্যাখ্যা দেওয়া হয়েছে গানের কথায়। যেখানে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ‘বর্গিরা নেবে বিদায়।’ গানটি নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে। তাতে বাংলার পাহাড় থেকে জঙ্গলমহলের ছবি ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নেতাজিকে সম্মান জানানো হয়েছে। উঠে এসেছে সংবিধানের মর্যাদার প্রসঙ্গ। ভিডিওতে দেখা গিয়েছে, বাংলার কৃষক, বাউল ও ছৌ শিল্পীদের। চা বাগান থেকে সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরা, শস্য-শ্যামলা বাংলার ছবি ফুটে উঠেছে তৃণমূলের প্রচারমূলক গানে। পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসা, করোনার সময় রাস্তায় নেমে জনগণকে সচেতন করতে গোল দাগ কাটার ছবি তুলে ধরেছে তৃণমূল। বার্তা দেওয়া হয়েছে, ‘আমরা সকলে নাগরিক।’ মমতার হাতেই যে বাংলা সুরক্ষিত, তা গানের কথায় ধরা পড়েছে—‘যে বোঝে মাটিকে, যে বোঝে সব, এই বাংলার গৌরব…।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen
দিন বাকি