রাজ্য বিভাগে ফিরে যান

প্রকাশ হল তৃণমূলের ইস্তাহার, বাংলার উন্নয়নে ‘১০ অঙ্গীকার’

March 17, 2021 | < 1 min read

প্রকাশিত হল তৃণমূলের ইস্তাহার। আগামী পাঁচ বছরে বাংলার উন্নয়নের জন্য ইস্তাহারে রয়েছে দিদির ‘দশ অঙ্গীকার’। কালীঘাটে মমতা বন্দ্যোধ্যায়ের বাসভবন থেকেই প্রকাশ করা হল এই ইস্তেহার। গত দেড় মাস ধরেই ইস্তেহার তৈরির কাজ করেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের ইশতাহারে মমতার ‘১০ অঙ্গীকার’:

১. দুয়ারে দুয়ারে বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হবে।

২. দারিদ্রসীমার নিচে থাকা মানুষের সংখ্যা ২০% থেকে ৫% করা হবে।

৩. রাজ্যে বার্ষিক ৫ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করা।

৪. রাজ্যে বেকারত্বের হার অর্ধেকে নামিয়ে আনা।

৫. প্রত্যেকটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে মাসিক ৫০০ টাকা ভাতা (তপশিলিদের ১০০০ টাকা)

৬. কৃষক বন্ধু প্রকল্পের বছর ১০ হাজার টাকা করে পাবেন ৬৮ লক্ষ কৃষক।

৭. বড় শিল্পে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ। ১০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ইউনিট তৈরি।

৮. প্রতিটি ব্লকে মডেল আবাসিক স্কুল তৈরি। সবল-যুব নামে নয়া প্রকল্প চালু। এই প্রকল্পে Student credit card-র মাধ্যমে ১০ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে পড়ুয়াদের।

৯. বাংলার বাড়ি প্রকল্পের ১০ লক্ষ আবাসন তৈরি।

১০. প্রতিটি ঘরে জল ও বিদ্যুৎ পৌঁছে দেওয়া।

তৃণমূলের ইস্তাহার বিশদে পড়তে ক্লিক করুন এখানে

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Manifesto, #Mamata Banerjee, #Kalighat

আরো দেখুন