দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

গোসাবায় অমিত শাহের সভা বাতিল

March 18, 2021 | < 1 min read

দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সভা বাতিল হল। শুক্রবার সেই সভা হওয়ার কথা ছিল। ওই জেলায় বিজেপির(BJP) প্রার্থী বাছাই নিয়ে তুমুল ঝামেলা চলছে। মূলত, সেই কারণেই সভা বাতিল করতে হয়েছে বলে খবর। তাছাড়া, একেবারে শেষমুহূর্তে জেলা নেতৃত্ব সভার প্রস্তুতিও নিতে পারেনি বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গতকালই বাঁকুড়া, পুরুলিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেনের সব সভা বাতিল করা হয়। যদিও তাঁরা বলছেন লোকসভায় হুইপ জারি হয়েছে বলে বাতিল জনসভা। কিন্তু রাজনৈতিক মহলের ধারণা, ভিড় হচ্ছে না বলেই সভা বাতিল।

গত সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে শালবনিতে এসে সভা করে গেছেন। কিন্তু স্মৃতি ইরানির মত হেভিওয়েট মন্ত্রীকে ডেকে এনেও মাঠ ভরাতে পারেনি বিজেপি। ২৭ মার্চ প্রথম দফার নির্বাচন। দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন আসনে ভোট রয়েছে। ভোটের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার আগে প্রশ্ন উঠেছে, তাহলে কি বিজেপি এসব জায়গায় সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারেনি?

কিছুদিন আগে একইভাবে রামনগরের বিজেপি প্রার্থীর সমর্থনে নীতিন গড়কড়ির সভাতেও ফাঁকা থেকেছে দর্শকাসন। এর আগে বালুরঘাটে রাজনাথ সিংহের সভায় বা যোগী আদিত্যনাথের সভাতেও হাতে গোনা মানুষের ভীড় হয়েছিল। এমনকি ঝাড়গ্রামে লোক না হওয়ায় সভা বাতিল করে ভার্চুয়াল ভাষণ দেন স্বয়ং অমিত শাহ।

ভোটের আগে সভা বাতিল হওয়াতে অস্বস্তিতে গেরুয়া শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

#Amit shah, #Gosaba

আরো দেখুন