পুরুলিয়ায় মোদীর আক্রমণের পাল্টা তৃণমূলের

দলের পক্ষ থেকে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন টুইট করে প্রধানমন্ত্রীর ১০ টি অভিযোগের বিরুদ্ধে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে জবাব দেন। টুইটে তিনি তুলে ধরেন ১০ বছরে তৃণমূল সরকারের করা সমস্ত রকম কাজের হিসেব নিকেশ।

March 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ বৃহস্পতিবার পুরুলিয়ায় নির্বাচনী প্রচারে জনসভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। স্বভাবসিদ্ধ ভাবেই কর্মসংস্থান থেকে স্বাস্থ্য, তপশীলি উন্নয়ন থেকে কৃষি, রাজ্য সকারের দিকে একের পর এক আক্রমণের তীর শানাতে থাকেন তিনি।

এইবার এই আক্রমণের জবাব দিল তৃণমূল (Trinamool)। দলের পক্ষ থেকে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন টুইট করে প্রধানমন্ত্রীর ১০ টি অভিযোগের বিরুদ্ধে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে জবাব দেন। টুইটে তিনি তুলে ধরেন ১০ বছরে তৃণমূল সরকারের করা সমস্ত রকম কাজের হিসেব নিকেশ।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এবং তাঁর টুরিস্ট গ্যাংয়ের গল্প বানানোর অভ্যাস রয়েছে।’ টুইটে প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলেও আক্রমণ করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen