নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল, বিজেপির বিরুদ্ধে কমিশনে ঘাসফুল শিবির
নির্বাচনের আগে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে। এদিন সোনাচূড়া এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর চড়াও হয় বিজেপি। সংঘর্ষে মোট ছজন আহত হয়েছেন। আহতদের দুটি পৃথক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সপ্তাহেই প্রচারে গিয়ে মমতার নন্দীগ্রামে (Nandigram) আহত হয়েছেন। আর আজ সোনাচূড়ার ঘটনায় উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী।
বৃহস্পতিবার নন্দীগ্রাম ১ নং-এ বুথভিত্তিক প্রচার কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর। সোনাচূ়ড়া থেকে গ্যাংড়া যাবার পথে, সোনাচূড়ার কাছে তৃণমূল কংগ্রেস সমর্থকরা বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভের সময়ে বিজেপি সমর্থকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে তৃণমূল কংগ্রেসের এবং বিজেপির সমর্থক আহত হন।
এই ইস্যুতেই আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল (Trinamool)। দলের অভিযোগ, গতকাল সন্ধ্যা সাড়ে আটটার সময় দলের যুব নেতা সম্রাট তপাদার এবং বুথ সভাপতি গৌতম পালের ওপর চড়াও হন প্রায় দেড়শো জন বিজেপি (BJP) কর্মী। এদের নেতৃত্ব দেন পবিত্র পাল। আহতদের চোটের ছবি এবং ভাংচুর হওয়া গাড়ির ছবিও কমিশনকে দিয়েছে তৃণমূল।
এই রক্তক্ষয়ী আক্রমণের ফলে দলের কর্মীদের যেমন একদিকে প্রাণ সংশয় হচ্ছে, অন্যদিকে অবাধ নির্বাচন নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। এমনটাই দাবি তৃণমূলের।