মালদায় প্রার্থী ঘোষণা হতেই দলীয় অফিস ভাঙচুর বিজেপি কর্মীদের
একের পর এর বিজেপি প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই জ্বলছে আগুন। বৃহস্পতিবার বাকি চার দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। পুরাতন মালদহের সাহাপুরে প্রার্থী গোপাল সাহার নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় কর্মী-সমর্থকরা।
অব্যাহত বিক্ষোভ। একের পর এর বিজেপি (BJP) প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই জ্বলছে আগুন। বৃহস্পতিবার বাকি চার দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। পুরাতন মালদহের সাহাপুরে প্রার্থী গোপাল সাহার নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় কর্মী-সমর্থকরা। দলীয় পতাকা হাতেই বিজেপির মুখ্য কার্যালয়ে চলল ভাঙচুর।
প্রার্থীর নাম ঘোষণার পরেই দলীয় কার্যালয়ে দলের পতাকা হাতেই চড়াও হন বিজেপি কর্মী-সমর্থকরা। চলে ভাঙচুর।
দলীয় পতাকা হাতেই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। মালদা নারাগোলা রাজ্য সড়ক অবরোধ করে সেখানে আগুন ধরিয়ে দেন বিজেপি কর্মী-সমর্থকরা।
পার্টি অফিসের অভ্যন্তরে চলে ভাঙচুর। তছনছ করা হয় আসবাবপত্র। বিজেপি কর্মীদের দাবি, ‘গোপাল সাহা একজন দুর্নীতিগ্রস্থ ব্যক্তি। তাঁকে কিছুতেই সমর্থকরা প্রার্থী বা নেতা হিসাবে মানতে নারাজ।’
বৃহস্পতিবার শেষ চার দফার প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিক্ষোভ। একের পর এক বিজেপি কার্যালয়ে ভাঙচুর-বিক্ষোভে সামিল হচ্ছেন কর্মী-সমর্থকরা। এদিন প্রার্থী ঘোষণার ১০ মিনিটের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় জলপাইগুড়িও। সেখানে প্রার্থী বিপিন প্রামাণিককে মেনে নিতে অস্বীকার করেন স্থানীয় কর্মীরা।