দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বিজেপির বিক্ষোভের আগুনে জ্বলছে সপ্তগ্রাম

March 19, 2021 | < 1 min read

ছবি প্রতীকী

প্রার্থী নিয়ে রাজ্যজুড়ে বিজেপির(BJP) বিক্ষোভ অব্যাহত। প্রার্থী ঘোষণার পর থেকেই আঁচ বাড়ছিল। আগুন জ্বালিয়ে চলে রাস্তা অবরোধ(Blockade), বিক্ষোভ(Protest), পার্টি অফিসে তালা ঝোলানো। জেলা পার্টি অফিসে ভাঙচুরও চালায় বিজেপি কর্মিরা। সর্বত্রই প্রার্থী নিয়ে কমবেশি ক্ষোভ রয়েছে কর্মীদের। নানা জায়গায় সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হচ্ছে।

ত্রিবেণী (Tribeni)মনসাতলায় বিজেপি পার্টি অফিসের সামনে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল নেতাদের কুশপুতুল দাহ করে চলে রাস্তা অবরোধ। বিজেপি কর্মীদের দাবি, বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল নেতা দেবব্রত বিশ্বাসকে সপ্তগ্রাম বিধানসভায় কোনওভাবেই বিজেপির প্রার্থী করা যাবে না। তাহলে আগুন জ্বলবে। পোলবার সেঁইয়াতেও এদিন বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়।

পোলবা দাদপুর ব্লকের সেইয়া মোড়ে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, “এই প্রার্থীকে আমরা চাই না। তৃণমূলে থাকাকালীন তাঁর বিরুদ্ধে দুর্নীতি তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। তাই তাকে বাদ দিয়ে এলাকারই ভূমিপুত্র রাজকমল পাঠককে প্রার্থী করুক দল। এই দাবিতে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ।

সপ্তগ্রামের প্রার্থী বদলের দাবিতে সোমবার সকালে আত্মহত্যার চেষ্টা করেন ত্রিবেণীর বিজেপি নেতা, মৎস্যজীবী সেলের কনভেনার নিরুপম মুখার্জী। যদিও বিজেপি কর্মীরা তাঁকে বিরত করে। নিরুপম মুখার্জী জানান, দেবব্রত বিশ্বাসকে প্রার্থী করা হলে জেলা অফিসের সামনে গিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবেন তিনি। বিক্ষোভের আগুন জ্বলছে গোটা জেলাজুড়েই।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Bengal Election 2021, #saptagram

আরো দেখুন