শমীক-বিমলের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপি কর্মীদের

গতকাল থেকেই দেখা যায় জেলা থেকে শহরে দফায় দফায় সংঘাত শুরু হয়েছে বিজেপি কর্মীদের মধ্যে।

March 19, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজারহাট-গোপালপুর(Rajarhat Gopalpur) বিধানসভা কেন্দ্রে শমীক ভট্টাচার্যকে(Shamik Bhattacharya) প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে, দমদমে বিমল শঙ্কর নন্দ(BimalShankar Nanda) প্রার্থী। আর এই প্রার্থীপদের নাম ঘোষণার পর থেকেই বৃহস্পতিবার বিকেল গড়িয়ে সন্ধ্যে হতেই বিজেপির(BJP) মধ্যে একাংশ ক্ষোভে ফেটে পড়েন। অশান্তি ছড়ায় দম থেকে বাগুইআটিতে।

এদিকে, বিজেপি কর্মী শমীক ভট্টাচার্যকে নিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখা গিয়েছে খাস কলকাতার বুকে। এমনকি বাগুইআটিতে এক বিজেপি কর্মীর মাথাও ফেটে গিয়েছে এই সংঘাতের জেরে। দমদমে টায়ার জ্বালিয়ে এদিন যেমন বিক্ষোভ দেখানো হয়। তেমনই দমদম রোডের উপর হনুমানজির মন্দিরের সামনে পার্টি অফিসের আসবাব ভাঙচুর করা হয়।

গতকাল থেকেই দেখা যায় জেলা থেকে শহরে দফায় দফায় সংঘাত শুরু হয়েছে বিজেপি কর্মীদের মধ্যে। মালদায় মতিউর রহমানকে প্রার্থী করায় বিজেপির অন্দরে বিক্ষোভ শুরু। এছাড়াও প্রার্থী নিয়ে অসন্তোষ রয়েছে জলপাইগুড়িতে। জগদ্দলে বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্য প্রার্থী হওয়ার সংঘাত বেড়েছে। বার সদ্য তৃণমূল থেকে বিজেপিতে আসা জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বরের প্রার্থীপদ পেতেই বিজেপির অন্দরে কোন্দল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen