দেশ বিভাগে ফিরে যান

লক্ষ্য বাংলায় অবাধ নির্বাচন – কমিশনে তৃণমূল

March 19, 2021 | < 1 min read

বাংলায় শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। দলের একটি প্রতিনিধি দল আজ দিল্লিতে কমিশনের অফিসে যায়। সেই প্রতিনিধি দলে ছিলেন সৌগত রায়, যশোবন্ত সিনহা, নাদিমুল হক, মহুয়া মৈত্র, এবং প্রতীমা মণ্ডল।

বেশ কয়েকটি অভিযোগ নিয়েই মুখ্য নির্বাচন আধিকারিকের সাক্ষাতে তৃণমূল। তাঁদের অভিযোগ নন্দীগ্রামে দলের প্রচারে বাঁধা দিচ্ছে বিজেপি। হিংসার পরিবেশ তৈরি করা হচ্ছে নন্দীগ্রামে। তৃণমূল কংগ্রেসের মতে, বুধবার রাতে নন্দীগ্রামের বয়াল গ্রাম পঞ্চায়েতে ও বৃহস্পতিবার সকালে সোনাচূড়ায় পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকদের উপর হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা। এই মর্মেই কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগের স্বপক্ষে ভাঙচুর করা গাড়ির ছবি ও আক্রান্তদের এক্স–রে রিপোর্টও জমা দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা।

এছাড়াও, নির্বাচন কেন্দ্রে নিরাপত্তা বাহিনী বহাল করা নিয়ে কমিশনের গৃহীত সিদ্ধান্তও পুনর্বিবেচনা করার আবেদনও জানান তাঁরা। কমিশন জানিয়েছে যে নির্বাচন কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশ ঢুকতে পারবে না। শুধু কেন্দ্রীয় বাহিনীই থাকবে। তৃণমূলের মতে এতে রাজ্য পুলিশের মনোবল ভেঙে যেতে পারে। যারা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের অধীনে কাজ করেছে তাদের নির্বাচন কেন্দ্র থেকে দূরে রাখা রাজ্য পুলিশের জন্যে অপমানের। মুখ্য নির্বাচনী আধিকারিককে কেন্দ্র এবং রাজ্য পুলিশকে একসাথে কাজ করার পরামর্শ দেন তৃণমূল নেতারা।

পাশাপাশি, এদিন ভোট গ্রহণের পরে ইভিএম মেশিনের সাথে ভিভিপ্যাট মেশিনগুলির পরীক্ষা করে দেখার আবেদন জানান তাঁরা। এর আগেও এই আবেদন করেছিল রাজ্যের শাসক দল। কিন্তু সেই আবেদন নির্বাচন কমিশনের তরফ থেকে মানা হয়নি। যদিও ২০১৯ সালে সুপ্রিম কোর্ট ভিভিপ্যাট মেশিন পরীক্ষার নির্দেশ দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Eci

আরো দেখুন