রাজ্য বিভাগে ফিরে যান

মানুষের রায় নিয়ে ফিরেছে তৃণমূলই, বলছে আর একটি নির্বাচন সমীক্ষা

March 19, 2021 | < 1 min read

মানুষের রায় নিয়ে ফিরেছে তৃণমূলই, বলছে আর একটি নির্বাচন সমীক্ষা

একুশের নির্বাচনী লড়াইয়ে গোটা দেশের নজর আটকে কেবল বাংলার দিকে। কে বসবে বাংলার মসনদে? এই প্রশ্নটার উত্তর খুঁজতে রাজ্যের ১০ হাজার মানুষের উপর যৌথভাবে একটি সমীক্ষা চালিয়েছিল বাংলার এক বেসরকারি সংবাদমাধ্যম এবং পোলস্ট্যাট। সেখানে ভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের পৃথক প্রশ্ন করে বুঝতে চাওয়া হয়েছিল, ঠিক কী ভাবছে বাংলা?

কোন দল কতো শতাংশ ভোট পাবে আসন্ন বিধানসভা নির্বাচনে? এই সমীক্ষার উত্তরে জানা গিয়েছে, তৃণমূল বলেছেন ৪৩.১ শতাংশ , বিজেপি ৩৮.৮ শতাংশ, সংযুক্ত মোর্চা ১১.৭ শতাংশ, অন্যান্যদের কথা বলেছেন ৬.৪ শতাংশ মানুষ।

বাংলায় কোন দল সবচেয়ে বেশি উন্নয়ন আনতে পারবে, এই প্রশ্নের উত্তের জানা গিয়েছে ৫১ শতাংশ মানুষ মনে করেন তৃণমূল, ৩৮ শতাংশ মানুষ মনে করেন বিজেপি, ৮ শতাংশ মানুষ মনে করেন বাম- কংগ্রেস জোট? রাজ্যে উন্নয়ন আনতে পারবে।

মমতার ওপর আক্রমণ কি ভোটবাক্সে তৃণমূলকে সাহায্য করতে পারে? এই ব্যাপারে হ্যাঁ বলেছেন ৪৭ শতাংশ মানুষ, না বলেছেন ৪১.৭ শতাংশ মানুষ, কিছু জানি না বলেছেন ১১.৩ শতাংশ।

কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় মানুষ, এই প্রশ্নের উত্তের ৫১.৮ শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন, দিলীপ ঘোষের কথা বলেছেন ২৪.১ শতাংশ মানুষ, ৪.৬ মানুষ মিঠুন চক্রবর্তীর নাম বলেছেন, ৭.৯ সৌরভ গাঙ্গুলির নাম নিয়েছেন, শুভেন্দু অধিকারির কথা বলেছেন ৫.২ শতাংশ মানুষ।

সেই নন্দীগ্রামে কে জিতবেন এই প্রশ্নের উত্তরে সমীক্ষা অনুযায়ী তৃণমূল জিতবে বলেছেন ৫০ শতাংশ মানুষ, বিজেপি ৪০.৭ শতাংশ এবং অন্যান্যরা জিতবেন বলেছেন ৯.৩ শতাংশ মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly Elections 2021, #Opinion Poll, #Trinamool Congress

আরো দেখুন