দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

মাস্ক বানিয়ে বিলি মহিলা জওয়ানদের

April 9, 2020 | < 1 min read

মাওবাদী মোকাবিলায় যে হাতে তাঁরা বন্দুক ধরেন, করোনা রুখতে সে হাতেই এখন তৈরি করছেন মাস্ক। ‘হ্যান্ড মেড মাস্ক’কে মডেল হিসেবে সামনে রেখে গ্রামের মহিলাদেরও এই ধরণের কাজ করতে উৎসাহ দিচ্ছেন সিআরপিএফের মহিলা জওয়ানরা।

ঝাড়গ্রাম রাজ কলেজ কলোনিতে থাকা সিআরপিএফের ২৩২ নম্বর মহিলা ব্যাটেলিয়নের জি কোম্পানির মহিলা জওয়ানরা বুধবার নিজেদের হাতে বানানো মাস্ক বিতরণ করেন ঝাড়গ্রাম ব্লকের ধরমপুর-রানাপাড়া গ্রামে। এদিন দুপুরে গ্রামের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখেই আট থেকে আশি সকলের হাতে সেই মাস্ক তুলে দেওয়া হয়।

একদা মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠার জন্য সিআরপিএফ মোতায়েন করা হয়েছিল। এখন সেই জওয়ানরা স্থানীয় বাসিন্দাদের উন্নয়নের জন্য নানা কর্মসূচী গ্রহণ করছেন। ২০১৮ সাল থেকে গ্রামের মহিলাদের স্বনির্ভর করার জন্য সেলাই মেশিনও বিনামূল্যে গ্রামে গ্রামে বিতরণ করেছেন তাঁরা। দিয়েছেন মহিলাদের আত্মরক্ষার জন্য ‘সেলফ ডিফেন্সে’র পাঠও।

গত কয়েকদিন ধরে সিআরপিএফের ২৩২ নম্বর মহিলা ব্যাটেলিয়নের ক্যাম্পে সেলাই মেশিনে মাস্ক তৈরি করেন সিআরপিএফের হেড কনস্টেবল শিখা মণ্ডল, কনস্টেবল চন্দ্রকলা, সুমন শর্মারা। মাস্ক হাতে পেয়ে খুশি গ্রামের মহিলারাও।

TwitterFacebookWhatsAppEmailShare

#mask, #Corona pandemic, #woman jawan

আরো দেখুন