কলকাতা বিভাগে ফিরে যান

প্রার্থী বদলের দাবিতে মালদায় বিজেপি কর্মীদের জাতীয় সড়ক অবরোধ

March 21, 2021 | 2 min read

প্রার্থী নিয়ে মালদহে বিজেপির কোন্দল কিছুতেই কমছে না। শনিবারও প্রার্থী বদলের দাবিতে জেলায় গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। মানিকচক, হরিশ্চন্দ্রপুর, সুজাপুর এবং মালদহ আসনে প্রার্থী বদলের দাবিতে শুক্রবারই কর্মীরা সরব হয়েছিলেন। এবার ইংলিশবাজার আসনে বিজেপির প্রার্থী বদলের দাবিতে গেরুয়া শিবিরের ক্ষোভ আছড়ে পড়ল। এদিন বিকেলে ইংলিশবাজার শহরের রথবাড়ি মোড়ে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধের পর পুলিসি হস্তক্ষেপে তা উঠে যায়। পরে বিক্ষোভকারীরা বিজেপির জেলা কার্যালয়ে যান। সেখানেও তাঁরা একপ্রস্থ বিক্ষোভ দেখান। শেষে জেলা নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ জমা দেন। তাঁদের অভিযোগ, ইংলিশবাজারের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে সারা বছর কর্মীদের পাশে পাওয়া যায় না। বিপদে-আপদে কর্মীদের পাশে দাঁড়ানো কোনও নেতা বা নেত্রীকে দল যেন প্রার্থী করে।

বিজেপির (BJP) মালদহ জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, ইংলিশবাজার আসনের প্রার্থীকে দলের একাংশ মেনে নিতে পারছেন না। এদিন ইংলিশবাজার শহর সহ কোতোয়ালি, অমৃতি প্রভৃতি এলাকার বহু কর্মী দলের জেলা কার্যালয়ে আসেন। ওই সময় আমরা পার্টি অফিসে বৈঠক করছিলাম। ফলে তৎক্ষণাৎ কর্মীদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তা নিয়ে কর্মীরা কিছুটা অসন্তোষ প্রকাশ করেন। পরে তাঁদেরকে দলীয় কার্যালয়ে ডেকে আলোচনা করা হয়। বিক্ষুব্ধ কর্মীরা প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। কর্মীদের কাছ থেকে পাওয়া লিখিত অভিযোগ দলের উপর মহলে পাঠানো হবে।

এব্যাপারে প্রার্থী শ্রীরূপাদেবী বলেন, মালদহ সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির বিরুদ্ধে পরিকল্পনা করে বিক্ষোভ প্রদর্শন চলছে। এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র রয়েছে। পুরো বিষয়টি দলের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব খতিয়ে দেখছে।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদহ (Malda) কেন্দ্র থেকে শ্রীরূপাদেবী প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি স্বল্প ব্যবধানে কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরীর কাছে পরাজিত হন। তবে শ্রীরূপাদেবীকে ইংলিশবাজার বিধানসভার বাসিন্দারা কার্যত ঢেলে ভোট দেন। সেই বিষয়টি মাথায় রেখেই দল তাঁকে ওই আসনে প্রার্থী করেছে বলে রাজনৈতিক মহলের অনুমান। তাছাড়া গত দু’বছরে নদী ভাঙন বা অন্যান্য সামাজিক সমস্যা নিয়ে তিনি দক্ষিণ মালদহ লোকসভা এলাকার মানুষের পাশে দাঁড়ান। পায়ের তলার মাটি শক্ত করতে তিনি পিছপা হননি। দলের সাংগঠনিক কর্মসূচিতেও তাঁকে অংশ নিতে দেখা গিয়েছে। তবে এবার বিজেপির প্রার্থী ঘোষণার আগে বেশ কয়েকজন নেতা-নেত্রী ইংলিশবাজার আসনের দাবিদার ছিলেন। টিকিট পাওয়ার জন্য নেতা-নেত্রীদের মধ্যে ইঁদুর দৌড়ও শুরু হয়েছিল। তা নিয়ে দলের অন্দরে চাপা স্রোত বইছিল। একপক্ষ যাতে টিকিট না পায় তার জন্য অন্যপক্ষের তরফে দলের উপর মহলে ‘লবি বাজি’ করা হয় বলেও অভিযোগ। টেনশনের সেই সেই চাপা স্রোতই বর্তমানে সুনামি হয়ে জেলা বিজেপির উপর আছড়ে পড়েছে বলে ওয়াকিবহাল মহলের অভিমত। বিরোধীদের দাবি, গেরুয়া শিবিরের এই বিক্ষোভের পিছনে দলেরই অন্য‌ অং঩শের প্রত্যক্ষ মদত রয়েছে। টিকিট প্রত্যাশী নেতা-নেত্রীরা প্রার্থীদের বিরুদ্ধে অনুগামীদের খেপিয়ে তুলছে। দলের কঙ্কালসার সংগঠন ঢাকতে বিজেপি তাদের উপর মিথ্যা দোষারোপ করছে বলে বিরোধীদের দাবি। বিজেপি দ্রুত এব্যাপারে রাশ না টানতে পারলে বিধানসভা নির্বাচনে তার প্রভাব পড়বে বলে রাজনৈতিক মহল মনে করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #malda

আরো দেখুন