দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বিভেদ ভুলে সায়ন্তিকাকে বরণ করে নিলেন শম্পা দরিপা

March 21, 2021 | < 1 min read

বিভেদ ভুলে সায়ন্তিকাকে বরণ করে নিলেন শম্পা দরিপা

বিধানসভা ভোটে (West Bengal Assembly Elections) প্রার্থীতালিকা প্রকাশের পরই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা। দলত্যাগের ইঙ্গিতও দিয়েছিলেন। এদিকে বিদায়ী বিধায়কের মানভঞ্জন করে একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছিলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। তাই রবিবার সকালে প্রার্থী নিজেই হাজির হলেন শম্পা দরিপার বাড়িতে। প্রার্থীকে কাছে পেয়েই শম্পাদেবীর রাগ গলে জল।

প্রার্থী তালিকা ঘোষণার পরই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন বাঁকুড়ার তারকা প্রার্থী সায়ন্তিকা। বাঁকুড়াতেই রয়েছেন তিনি। রবিবার সকালে হঠাৎই শম্পা দরিপার বাড়ি যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী পৌঁছতেই তাঁকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করেন শম্পা। এরপরই অভিনেত্রীকে চপ, মুড়ি ও মিষ্টি খেতে দেন তিনি। বেশ কিছুক্ষণ কথা বলেন দু’জনে। তারপর ফের প্রচারে বেরিয়ে পড়েন সায়ন্তিকা। এখানে প্রশ্ন, ঠিক কী কথা হল দু’জনের মধ্যে? মান ভাঙল শম্পা দরিপার?

সায়ন্তিকা জানিয়েছেন, তাঁরা একসঙ্গে বাঁকুড়ার মানুষের জন্য কাজ করবেন। প্রয়োজনে শম্পা দরিপাও তাঁর হয়ে প্রচার করবেন বলেও জানান তিনি। প্রার্থীর সঙ্গে সাক্ষাতের পর সুর বদলেছেন বাঁকুড়ার বিদায়ী বিধায়ক। সায়ন্তিকার হয়ে প্রচার করবেন বলে জানিয়েছেন তিনিও। উল্লেখ্য, একুশের নির্বাচনে তৃণমূলের টিকিট না পাওয়ায় কিছুদিন আগেই দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। দাবি করেছিলেন, বরাবর দল তাঁর প্রতি বঞ্চনা করেছে। প্রয়োজনে দল ছাড়ার ইঙ্গিতও মিলেছিল তাঁর কথায়। কিন্তু অবশেষে দক্ষ সংগঠনের মতো সহকর্মীর মানভঞ্জনে সফল সায়ন্তিকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sayantika banerjee, #shampa daripa

আরো দেখুন