ওড়িশায় ৩০ এপ্রিল পর্যন্ত বাড়াল লকডাউনের মেয়াদ
বুধবার সর্বদলীয় বৈঠকে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ২৪ ঘণ্টার মধ্যেই ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়ানোর ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
বৃহস্পতিবার একটি বিবৃতিতে নবীন পট্টনায়েক জানিয়ে দেন, ‘‘ওড়িশার মন্ত্রিসভা লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে এবং কেন্দ্রীয় সরকারকেও এই পদক্ষেপ করার জন্য সুপারিশ করছে।’’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে করোনাভাইরাস মানবজাতির কাছে বড় আতঙ্ক। জীবন কখনও এক রকম থাকে না। প্রত্যেকের এই পরিস্থিতি বোঝা উচিত এবং সাহসের সঙ্গে এর মুখোমুখি হওয়া উচিত। আমাদের বলিদান এবং জগন্নাথদেবের কৃপায় এই সময় কেটে যাবে।’’
করোনায় বয়স্কদের মতোই শিশুরাও বিপদের মুখোমুখি। সে কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির জন্য আরও বেশি সতর্কতা নেওয়া হয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘আগামী ১৭ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। জন সাধারণের খাদ্য নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কৃষি, পশুপালন, একশো দিনের কাজ সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে।’’ তবে অত্যাবশ্যকীয় পণ্য ও অন্যান্য পণ্যের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না বলেও জানানো হয়েছে ওই বিবৃতিটিতে। সেই সঙ্গে ওই বিবৃতিতে ৩০ তারিখ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানানো হয়েছে।