বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মতুয়া নেতা মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের
এর আগেও বিজেপির বিরুদ্ধে সিএএ কার্যকর না করার জন্যে সাংসদ শান্তনু ঠাকুর নিজে বিরক্তি প্রকাশ করেছেন। বলেছেন, কথা দিয়েও কথা রাখেনি বিজেপি। তাঁর বিজেপি ছাড়ার জল্পনাও বুহুবার সামনে এসেছে।

সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বনগাঁর বিজেপি (BJP) সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর (Majulkrishna Thakur)। তিনি বলেন, ‘মতুয়া সম্প্রদায়ের সাথে বিধানসভা নির্বাচনে বঞ্চনা করেছে বিজেপি। বিধানসভা ভোটে মতুয়াদের জন্যে ৩০ টি টিকিট চাওয়া হয়েছিল। একটিও দেওয়া হয়নি।’
এর আগেও বিজেপির বিরুদ্ধে সিএএ (CAA) কার্যকর না করার জন্যে সাংসদ শান্তনু ঠাকুর নিজে বিরক্তি প্রকাশ করেছেন। বলেছেন, কথা দিয়েও কথা রাখেনি বিজেপি। তাঁর বিজেপি ছাড়ার জল্পনাও বুহুবার সামনে এসেছে।
মতুয়া সম্প্রদায়ও বহুবার শান্তনুর বিরুদ্ধে বেঁকে বসেছেন। এমনকি বিজেপির অন্দরমহলের কথা উঠেছে, সিএএ নিয়ে দলকে ব্ল্যাকমেল করেন শান্তনু।
এসবের মাঝে সাংসদের বাবার এই সাংবাদিক বৈঠক কি বিজেপির জন্যে কোন অশনি সংকেত? প্রশ্ন রাজনৈতিক মহলের।