রাজ্য বিভাগে ফিরে যান

অশোকা বিশ্ববিদ্যালয় নিয়ে সরব অমিত মিত্র

March 22, 2021 | < 1 min read

নরেন্দ্র মোদি(Narendra Modi) এবং অমিত শাহ (Amit Shah) যেভাবে দেশ চালাচ্ছেন, তাতে আতঙ্কের পরিবেশ কাটছে না। ট্যুইট করে ফের এমনই ইঙ্গিত করলেন রাজ্যের শিল্প ও অর্থমন্ত্রী অমিত মিত্র(Dr Amit Mitra)। ট্যুইটে তিনি সাম্প্রতিককালের অশোকা বিশ্ববিদ্যালয়(Ashoka University) প্রসঙ্গ তুলে আনেন। কারণ সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ ও স্বাধীনতা না থাকার অভিযোগ তুলে পদত্যাগ করেন প্রতাপ ভানু মেহতা এবং অরবিন্দ সুব্রহ্মণ্যম। সেই প্রসঙ্গ এনে অমিতবাবু বলেন, প্রফেসর মেহতার পদত্যাগ শিক্ষাজগতের স্বাধীনতায় বড় ধাক্কা। একসময় এমনই স্বাধীনতায় হস্তক্ষেপের বিষয়ে অমিত শাহর সামনে মুখ খুলেছিলেন শিল্পপতি রাহুল বাজাজ। শিল্পমহলের শীর্ষকর্তাদের মধ্যেও যে আতঙ্ক কাজ করছে, সেই প্রসঙ্গ তুলেছিলেন তিনি।

এখন অশোকা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের তরফে দেশবাসীকে বলা উচিত, কী এমন চাপ এসেছিল, যাতে মেহতাকে সরে যেতে বাধ্য করা হল? এবার তা খোলসা করে বলুক অশোকা বিশ্ববিদ্যালয়। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার ট্যুইট করে নরেন্দ্র মোদি-অমিত শাহ সরকারের সমালোচনা করেছেন অমিত মিত্র। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Ashoka University, #Dr Amit Mitra

আরো দেখুন