তথ্য যাচাই বিভাগে ফিরে যান

বিজেপির ইস্তাহারে প্রতিশ্রুতির বন্যা বনাম বনাম বাস্তব সত্য

March 22, 2021 | 4 min read

গতকাল বিজেপির ইস্তাহার প্রকাশের পর থেকেই ফেসবুক, টুইটার ভরে গেছে পোস্টে। সাধারণ মানুষকে প্রতিশ্রুতির বন্যায় ভরিয়ে দিয়েছে বিজেপি। বিজেপির সমর্থকরাও প্রচারে ব্যস্ত। কিন্তু এই ইস্তাহারের বেশ কিছু বিষয় ভাবাচ্ছে রাজ্যবাসীকে।

বিজেপির ইস্তাহারের (BJP Manifesto) প্রতিশ্রুতিগুলি হয় তৃণমূল সরকারের অনুকরণ বা এমন আকাশকুসুম প্রতিশ্রুতি যা কেন্দ্রে সাত বছর ক্ষমতায় থেকেও বিজেপি আজও পালন করে উঠতে পারেনি। অর্থাৎ বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছে হয় অনুকরণ বা বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা।

দেখে নেওয়া যাক বিজেপির প্রতিশ্রুতি বনাম বাস্তব সত্য:

১. প্রতিশ্রুতি: সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করা হবে

বাস্তব সত্য: ৭ বছর হল বিজেপি কেন্দ্রে ক্ষমতায়। আজ পর্যন্ত সংসদ বা বিধানসভায় ৩৩% মহিলা সংরক্ষণ বিল আনা হল না। পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকাতেও মাত্র ১১% মহিলা প্রার্থী বিজেপির। উল্টোদিকে, তৃণমূলের ৪১% লোকসভা সাংসদ মহিলা।

২. প্রতিশ্রুতি: ১৮ বছর বয়সের পরে বিয়ে হলেই ওই শ্রেণির পরিবারের মহিলাদের জন্য ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট।

বাস্তব সত্য: এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের কপি। শুধু ২৫,০০০ টাকা বাড়িয়ে ১ লক্ষ বলা হয়েছে।

৩. প্রতিশ্রুতি: কেজি থেকে এমএ পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে।

বাস্তব সত্য: রাজ্যে, সরকারি স্কুলে পড়াশোনা এমনিতেই বিনামূল্যে হয়। তাছাড়া, ১৩ বছর বয়সের পর মেয়েরা কন্যাশ্রীর টাকা পায় বিশ্ববিদ্যালয় পর্যন্ত।

৪. প্রতিশ্রুতি: প্রতিটি থানায় মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক, দায়িত্বে মহিলারাই।

বাস্তব সত্য: এটিও নতুন কিছু না। ২০১১ সালের পর থেকে সব থানাতেই করা হয়েছে। রাজ্যে ৬৫টি মহিলা থানাও গড়া হয়েছে।

৫. প্রতিশ্রুতি: মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ।

বাস্তব সত্য: জাগো প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ৯ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ৫০০০ টাকা করে দিয়েছে রাজ্য সরকার। মাতৃ বন্দনা প্রকল্প চালু হচ্ছে, যার মাধ্যমে ১০ লক্ষ্য নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে, এবং তাদের ২৫,০০০ কোটি টাকার লোন দেওয়া হবে।

৬. প্রতিশ্রুতি: ১ টাকাতেই মিলবে স্যানিটারি ন্যাপকিন।

বাস্তব সত্য: ২০১৮ সালে বাংলায় চালু হয়েছে ‘সাথী’ প্রকল্প। এর আওতায় বিগত ২০১৮ সাল থেকেই ছ’টাকায় ছ’টি প্যাড দিচ্ছে রাজ্য সরকার।

৭. প্রতিশ্রুতি: শরণার্থীদের নাগরিকত্ব দিতে প্রথম মন্ত্রিসভাতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বাস্তব সত্য: নাগরিকত্ব দিতে পারে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার নয়। এক বছরের বেশি সময় ধরে সিএএ নিয়ে কোনও উদ্যোগ নেয়নি কেন্দ্র। সিএএ রুলস ও তৈরি করা হয়নি।

৮. প্রতিশ্রুতি: মাহিষ্য, তিলি-সহ কয়েকটি সম্প্রদায়কে ওবিসি আওতাভুক্ত করা।

বাস্তব সত্য: রাজ্য সরকার চিঠি দেওয়া সত্ত্বেও এই বিষয়ে আগে কিছু করেনি কেন্দ্র। এখন ভোটের মুখে প্রতিশ্রুতি দিচ্ছে।

৯. প্রতিশ্রুতি: রাজ্যের সর্বত্র অন্নপূর্ণা ক্যান্টিনে ৫ টাকায় খাবার মিলবে।

বাস্তব সত্য: ইতিমধ্যেই মা ক্যান্টিনে এই ব্যবস্থা চালু হয়েছে।

১০. প্রতিশ্রুতি: রেশনে ১ টাকা কেজি গম, ৩০ টাকা কেজি ডাল, ৩ টাকা কেজি নুন এবং ৫ টাকা কেজি চিনি বিক্রি হবে।

বাস্তব সত্য: অন্য কোন বিজেপি শাসিত রাজ্যে এগুলো দেওয়া হয়? সাত বছরে কেন্দ্রে ক্ষমতায় থেকে বিজেপি রেশনে বরাদ্দ কমিয়ে দিয়েছে কেন?

১১. প্রতিশ্রুতি: ১০০ দিনের কাজ বেড়ে ২০০ দিন হবে।

বাস্তব সত্য: এই প্রতিশ্রুতিও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজে বরাদ্দ শুধু কমাচ্ছে। বাংলা একশো দিনের কাজে দেশে শীর্ষে।

১২. প্রতিশ্রুতি: সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত

বাস্তব সত্য: যেখানে কেন্দ্র সরকারি চাকরিই তুলে দিচ্ছে, সেখানে বেতন কমিশনের প্রতিশ্রুতি বাড়াবাড়ি হয়ে গেল না? ত্রিপুরায় বিজেপি সরকার এই একই প্রতিশ্রতি দিয়েছিল। বাস্তবে কী হল?

১৩. প্রতিশ্রুতি: পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে।

বাস্তব সত্য: বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। তৃণমূলের ইস্তাহারেও বলা হয়েছে একই কথা।

১৪. প্রতিশ্রুতি: ৭৫ লাখ কৃষককে বছরে ১০,০০০ টাকা।

বাস্তব সত্য: কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের ১০০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ও দিয়েছেন।

১৫. প্রতিশ্রুতি: উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও সুন্দরবনে এইমস-এর ধাঁচে হাসপাতাল।

বাস্তব সত্য: গত সাত বছর কেন্দ্রে ক্ষমতায় বিজেপি। এর আগে কেন এই ঘোষণা করা হল না? বিহারেও ২০১৫ তে এইমস বানানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখনও সেই কাজ শুরু হয়নি।

১৬. প্রতিশ্রুতি: মেডিক্যাল কলেজে চিকিৎসক এবং নার্সের আসন দ্বিগুণ করা

বাস্তব সত্য: এই এক প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তৃণমূলের ইস্তাহারে।

১৭. প্রতিশ্রুতি: প্রতি পরিবারের এক জনের কর্মসংস্থান।

বাস্তব সত্য: ২০১৪ সালে বছরে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। সেটা বাস্তবায়িত তো হয়ই নি, উল্টে চাকরি খুইয়েছেন ২ কোটি মানুষ।

১৮. প্রতিশ্রুতি: ১১ হাজার কোটি টাকায় সোনার বাংলা ফান্ড

বাস্তব সত্য: কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া পাওনা প্রায় ৮০০০০ কোটি টাকা। সেটা মিটিয়ে দিক কেন্দ্র।

১৯. প্রতিশ্রুতি: রাজ্যের জন্য হুইসল ব্লোয়ার আইন

বাস্তব সত্য: মধ্য প্রদেশে ব্যাপম দুর্নীতির রাজ্যের হুইসল ব্লোয়ারদের মৃত্যু কীভাবে হল?

২০. প্রতিশ্রুতি: সরকারি ভাষা হিসাবে বাংলা ব্যবহারের জন্য অধ্যাদেশ জারি করা হবে।

বাস্তব সত্য: যে দল নিজেদের প্রার্থী তালিকা দিল্লি থেকে হিন্দিতে প্রকাশ করে, তারা বাংলাকে গুরুত্ব দেবে, কিভাবে আশা করা যায়? এমনকি বিজেপি ভোটে লড়ার জন্যও সেনাপতি আমদানি করেছে অন্য রাজ্য থেকে। তাদের টুইট, ফেসবুকে হামেশাই ভুল বাংলার নিদর্শন পাওয়া যায়। রাজ্য সভাপতি মনে করেন বর্ণপরিচয় লিখেছিলেন রবীন্দ্রনাথ। সেই দল বাংলা ভাষাকে সম্মান জানাবে?

২১. প্রতিশ্রুতি: সাঁওতাল, ভুমিজ-সহ অন্যান্য উপজাতিদের নিয়ে পৃথক ডেভেলপমেন্ট বোর্ড

বাস্তব সত্য: ইতিমধ্যেই রাজ্যে প্রায় ৯টি ডেভেলপমেন্ট বোর্ড তৈরী হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলির জন্য। আলাদা আদিবাসী উন্নয়ন দপ্তর এবং দেশে প্রথম SC/ST Advisory Council গঠন হয়েছে।

২২. প্রতিশ্রুতি: চা শ্রমিকদের দৈনিক ৩৫০ টাকা মজুরি।

বাস্তব সত্য: অসমেও এই এক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু বাস্তবে দিয়েছে মাত্র ১৬৭ টাকা। ২০১৬ সালে বন্ধ চা বাগান অধিগ্রহনের প্রতিশ্রুতি দিয়েও পালন করেনি কেন্দ্র।

২৩. প্রতিশ্রুতি: নয়া পর্যটন নীতি তৈরি করা হবে।

বাস্তব সত্য: গত ১০ বছরে বাংলা পর্যটকের নিরিখে ছাপিয়ে গেছে গোয়া এবং কেরলের মত রাজ্যকে। কেন্দ্রীয় প্রকল্পে বাংলার পর্যটনকে গুরুত্ব কেন দেওয়া হয়নি আজ অবধি? ভোটের আগে এখন শুধুই প্রতিশ্রুতি!

২৪. প্রতিশ্রুতি: সাহিত্যে ট্যাগোর আন্তর্জাতিক পুরস্কার চালু করা হবে। চলচ্চিত্রে সত্যজিৎ রায় পুরস্কার শুরু করা হবে।

বাস্তব সত্য: সাহিত্যে রবীন্দ্র পুরস্কার বহু দশক ধরে দেওয়া হচ্ছে বাংলায়। আর ভোটের আগে বাঙালি সেন্টিমেন্টকে কাজে লাগাতে সত্যজিৎ-প্রেম উঠলে পড়ছে বিজেপির। গত সাত বছরে কেন্দ্র যথাযথ সম্মান দেখাতে পারল না কেন?

২৫. প্রতিশ্রুতি: প্রতিটি ব্লকে একলব্য মডেল আবাসিক স্কুল

বাস্তব সত্য: ব্লকে ব্লকে মডেল স্কুল তৈরির ঘোষণাও বাজেটে করেছেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fact Check, #BJP Manifesto

আরো দেখুন