কলকাতা পোর্ট কেন্দ্রের প্রার্থী বদলের দাবিতে হেস্টিংসে বিক্ষোভ বিজেপি কর্মীদের
হেস্টিংসে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে ফের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। এবার কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলের দাবি তুললেন স্থানীয় বিজেপি কর্মীরা। সোমবার সকাল থেকে হাতে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এই প্রার্থীকে কোনওভাবেই তাঁরা মানবেন না বলে স্লোগান তোলেন।
গত ১৮ মার্চ ১৫৭টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। মূলত তৃতীয় দফা থেকে বাকি দফার প্রার্থীদের নাম ঘোষণা করা হয় দিল্লী থেকে। এই তালিকা সামনে আসতেই রাজ্যজুড়ে শুরু হয় জোর তুলকালাম। জায়গায় জায়গায় প্রার্থী বদলের দাবি তুলে পথে নামেন বিজেপি কর্মীদের একাংশ।
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বহু কেন্দ্রে এই ছবি দেখা যায়। কলকাতাতেও সেই বিক্ষোভের আঁচ পৌঁছয়। দফায় দফায় বিক্ষোভ হয় সেখানে। সোমবারও সে ছবি দেখা গেল। কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে আওয়াদ কিশোর গুপ্তকে। এই কেন্দ্রে তৃণমূলের আবার হেভিওয়েট প্রার্থী, ফিরহাদ হাকিম। সুতরাং এই কেন্দ্রে লড়াই যে বেশ জোরদার হতে চলেছে, তা বলাই বাহুল্য।
বিজেপি কর্মীদের দাবি, বন্দর এলাকার এই প্রার্থী কোনওদিনই বিজেপির কোনও মিছিল, মিটিং কিংবা কর্মসূচিতে আসেননি। সাংগঠনিক কোনও কাজেই তিনি থাকেন না। এমন আনকোরা কাউকে কেন প্রার্থী করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। অবিলম্বে এই প্রার্থী বদল না করা হলে বিরোধিতা আরও জোরাল হবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। এই ঘটনায় আজ ফের একবার মুখ পুড়েছে রাজ্য বিজেপির। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই যেন চাপ বাড়ছে গেরুয়া শিবিরের ওপর।