খেজুরিতে তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর করল বিজেপির দুষ্কৃতীরা
খেজুরির(Khejuri) বীরবন্দর পাটনা এলাকায় তৃণমূল(TMC) প্রার্থী পার্থপ্রতিম দাসের(ParthaPratim Das) গাড়িতে ভাঙচুর। অভিযোগের তির বিজেপির(BJP) বিরুদ্ধে। বিজেপির মিছিল থেকে গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। এমনকি গাড়ির চালককে চড়, থাপ্পড়ও মারা হয়। পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা রয়েছে।
উল্লেখ্য, আজই শুভেন্দু অধিকারী আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল। দলের অভিযোগ, নন্দীগ্রামের একাধিক বাড়িতে ‘বহিরাগত’দের জড়ো করছেন শুভেন্দু অধিকারী। কমিশনে লিখিত অভিযোগ দায়ের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
তৃণমূলের অভিযোগ, নন্দীগ্রাম বিধানসভা এলাকার মোট ৪টি বাড়ির কথা বলা হয়েছে। নির্দিষ্ট ঠিকানা ও বাড়ির সবিস্তার বর্ণনা দিয়ে তৃণমূলের অভিযোগের মূল বক্তব্য, বাইরে থেকে দুষ্কৃতীদের এনে এই বাড়িগুলিতে আশ্রয় দেওয়া হয়েছে। তাঁরা বেশ কিছু দিন ধরে ওই সব বাড়িতে রয়েছেন। এমনকি, কোন এলাকা থেকে বহিরাগতদের আনা হয়েছে, তারও উল্লেখ করা হয়েছে অভিযোগে।