মৃতদেহ নিয়ে রাজনীতি, বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল
বিজেপির মৃতদেহ নিয়ে রাজনীতির বিরুদ্ধে নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Mitra)। সম্প্রতি নবদ্বীপে মিলন ঘোষ নামে এক ব্যক্তি দুদিন ধরে নিখোঁজ ছিলেন। গতকাল ভাগীরথী নদীর তীর থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি স্থানীয় এক ব্যক্তির থেকে ৬০ টাকা ধার করেন মিলন বাবু। সেই টাকা শোধ করতে না পারাতেই এই খুন।
খুনের খবর রটে যেতেই স্থানীয় বিজেপি (BJP) নেতারা মিলন বাবুর বাড়িতে উপস্থিত হন। মৃত ব্যক্তিকে নিজেদের দলের লোক দাবি করে তাঁর মৃতদেহ নিয়ে প্রতিবাদ মিছিল করার আর্জি জানান। পরিবারে কেউ রাজি না হলে সেই এলাকার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্কর এবং রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কর্মীদের নিয়ে ময়না তদন্তের মৃতদেহ বেরোতেই জোড় করে নিয়ে প্রতিবাদ মিছিল শুরু করে দেন।
মহুয়া মৈত্র নির্বাচন কমিশনারকে (Election Commission) চিঠিতে লেখেন, ‘বিজেপির মৃতদেহ নিয়ে রাজনীতি এই প্রথম না। কিন্তু এইভাবে ভোটের আগে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া জোড় করে মৃতদেহ নিয়ে মিছিল করা নির্বাচন বিধির উলঙ্ঘন। মিলন বাবুর পরিবার এই ঘটনায় বিদ্ধস্ত। তাঁর শেষকৃত্যের আচার এখনো হয়নি। এথেকেই বোঝা যায় বিজেপি হিন্দু সংস্কৃতিকে কতো শ্রদ্ধা করে।’